Thursday, November 13, 2025

করোনা এড়িয়ে অমাবস্যায় কুম্ভস্নানের ঢল, প্রশ্নের মুখে উত্তরাখণ্ড সরকার

Date:

সোমবারের সোমাবতী(Somabati amabasya) অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্ত কুম্ভ মেলায় (kumbh mela)শাহি স্নানে অংশ নিলেন। রাজকীয় স্নানের সময় ঘাটে স্নানরত ভক্তদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ছবিতে দেখা যাচ্ছে কারোর মুখে মাস্ক নেই। নেই সোশ্যাল ডিসটেন্স এর বালাই। আর এতেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। আর সেইসঙ্গে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ায় আমি ধন্য, এ কথা লিখে কুম্ভ মেলার পূণ্যার্থীদের শুভেচ্ছা জানানোয় রীতিমতো প্রশ্নের মুখে পড়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ( chief minister of Uttarakhand Tirath Singh Rawat ) ।

কুম্ভ মেলা ( Kumbh Mela police)পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে সোমবারের পুণ্যস্নানে ৩১ লক্ষেরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে এগারোটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৮১৬৯ জন ভক্তের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১০২ জন করোনা আক্রান্ত রয়েছেন। এভাবে করোনা বিধি শিকেয় তুলে কুম্ভস্নানের অনুমতি দেওয় নিয়ে প্রবল সমালোচনার মুখে উত্তরাখন্ড সরকার। তবে মূখ্যমন্ত্রী জানিয়েছেন, কুম্ভে ১৬ টি ঘাট রয়েছে। শুধু হরিদ্বারই নয়। কুম্ভ -হৃষিকেশ থেকে নীলকান্ত পর্যন্ত বিস্তৃত। পুণ্যার্থীরা সঠিক জায়গায় স্নান করছেন এবং এর জন্যও একটি সময়সীমা বেঁধে দেওয়া ছিল। ফলে নিয়ম খুবই কঠোরভাবে মানা হয়েছে।সেইসঙ্গে মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (CM Tirath Singh Rawat) দাবি করেছেন যে পুণ্য স্নানের সময় কেন্দ্রের জারি করা করোনা নির্দেশিকা পুরোপুরি অনুসরণ হচ্ছে। স্যানিটাইজার মাস্ক বিলি করা হচ্ছে। থার্মাল স্ক্রীনিং দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। আর তার পরেই প্রাঙ্গণে ঢোকার অনুমতি পাওয়া যাচ্ছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version