Saturday, August 23, 2025

প্রবল চাপের মুখে এবার রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের 

Date:

চাপের মুখে এবার বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul sinha)প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন(election commission)। ৪৮ ঘন্টা তিনি কোনোরকম নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কমিশনের ‘শাস্তির’ মুখে রাহুল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারেও ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলৎ রয়েছে। তার আগে অবশ্য মমতা বন্দোপাধ্যায়কে দু’বার নোটিস পাঠানো হয়েছিল কমিশনের তরফে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার সময় কমিশনের সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুরা বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাদের প্রচারে কেন নিষেধাজ্ঞা জারি হবে না? এ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল-সিপিএম-কংগ্রেস। তারপরেই কমিশনের এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত ১১ এপ্রিল রবিরার হাবড়ার চোঙদা মোড় থেকে বাণীপুর পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে নিয়ে মিছিল করেন রাহুল সিনহা। প্রচার শেষে শীতলকুচির ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন রাহুল সিনহা। তিনি বলেন, “শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল। কেন্দ্রীয় বাহিনী কেন ৪ জনকে মারল তার জন্য তাদের শো কজ করা উচিত।” রাহুলের এই মন্তব্য নিয়ে এরপর তীব্র বিতর্ক শুরু হয়। আর সেই মন্তব্যের জেরেই কমিশন ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল রাহুল সিনহার প্রচারে।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version