Friday, November 7, 2025

রোড-শোতে ভিড় নেই, বাতিলের ঝুঁকি না নিয়ে ফাঁকা মাঠেই ‘শো’ সারলেন নাড্ডা

Date:

Share post:

আয়োজনের ত্রুটি ছিল না কোনও কিছুতেই। ফুল-মালা, ফেস্টুন, ব্যানার এবং প্রার্থীদের সঙ্গে নিয়ে এসি গাড়ির ছাদে উঠে রাজকীয় চালে হাত নাড়া। কিন্তু আয়োজনে খামতি না থাকলেও লোক হলো না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP nadda) রোড শোতে। যদিও নির্বাচনের(election) মাঝামাঝি পর্যায়ে এসে আগের মতো কর্মসূচি বাতিল এর ঝুঁকি নিলেন না নাড্ডাজি। লোক কম হলেও ব্যস্ত রাস্তায় বিশাল কনভয় সহ রোড শো(Road show) করলেন বিজেপি(BJP) সভাপতি। পাশাপাশি রোড শো থেকেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গেল তাঁকে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বঙ্গে ৩টি রোড শো ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। যার শুরুটা ছিল বর্ধমানের কালনা থেকে। দুপুর ১২ টা ৪৫ নাগাদ এই রোড শো শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে হতে ২টোর বেশি বেজে যায়। তারপরও সেভাবে ভিড় না হওয়ায় অল্প সংখ্যক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই শুরু করেন রোড শো। বড়জোর ৩০ মিনিট সেখানে রোড শো করার পর বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের দিকে পা বাড়ান তিনি। সেখানেও দেখা যায় একই ছবি। এখানে ব্যস্ত রাস্তায় অল্পকিছু কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে রোড শো করতে দেখা যায় জেপি নাড্ডাকে। অবশ্য নাড্ডা নিরাপত্তায় যাতে কোনরকম ত্রুটি না থাকে তার জন্য বিশাল গাড়ির কনভয় হয়েছিল তাঁর সঙ্গে। সবশেষে নদীয়ার হরিণঘাটার রোড শোতেও সে চিত্রের ব্যাতিক্রম হয়নি।

আরও পড়ুন:বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিওর ফরেন্সিক তদন্তের দাবি কুণালের

উল্লেখ্য, বঙ্গে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের রোড শো ও জনসভায় এ ছবি প্রথমবার নয়। এর আগেও শুধুমাত্র লোক না হওয়ার কারণে একাধিক জনসভা বাতিল করতে হয়েছে অমিত শাহ ও জেপি নাড্ডার মত শীর্ষ নেতাদের। এর আগে লোক না হওয়ার কারণে ‘দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক আছে’ এই অজুহাত দেখিয়ে শ্রীরামপুরে জনসভা বাতিল করেছিলেন জেপি নাড্ডা। ঝাড়গ্রামেও জনসভায় ভিড় না হওয়ার কারণে হেলিকপ্টার খারাপের অজুহাত তুলতে দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যার জেরে কার্যত মুখ পুড়ে ছিল দিল্লির কেন্দ্রীয় নেতাদের। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের মাঝামাঝি পর্বে এসে এই দুর্নাম কুড়িয়ে শো বাতিলের ঝুঁকি নিলেন না নাড্ডাজি।

Advt

spot_img

Related articles

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...