Monday, December 15, 2025

প্রেমের পথে কাঁটা, ডায়মন্ডহারবারে নৃশংসভাবে খুন যুব তৃণমূল নেতা!

Date:

Share post:

গত তিনদিন ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার বিকেলে বাড়ির কাছেই একটি খালের জলে উদ্ধার হল ডায়মন্ড হারবার (Diamond Harbour) ১ নম্বর ব্লকের কানপুর-ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল (TMC) সভাপতি পলাশ মণ্ডলের পচাগলা দেহ।পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন , পিসতুতো বোনের প্রেমের সম্পর্কে বাধা দিয়েছিল পলাশ । তাই তাকে খুন হতে হয়েছে। মৃতের পিসতুতো বোনকে গ্রেফতার করা গেলেও পলাতক বোনের প্রেমিক ও তাদের এক সহযোগী ।
কী ঘটেছিল ওই দিন?
পারিবারিক সূত্রে দাবি , শনিবার দুপুরে পলাশের কাছে একটি ফোন আসার পরই দুপুর দেড়টা নাগাদ ‘কাজে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে আর কোনও খোঁজ ছিল না তাঁর। পলাশের কাছে থাকা দু’টি মোবাইল ফোনের একটি ছিল সুইচড্ অফ। আর একটি ফোনে বারবার রিং হয়ে গেলেও ফোন ধরেননি পলাশ। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে ৫০০ মিটার দূরে গৌরিপুর খালের জলে পানার মধ্যে তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খালের জল থেকে মৃতদেহটি সম্পূর্ণ পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছে। তাঁকে খুন করা হয়।
কিন্তু কেন এই খুন? জানা গিয়েছে, টুম্পার সঙ্গে ডায়মন্ডহারবারের মোহনপুরের বাসিন্দা বিবাহ বিচ্ছেদ হওয়া এক যুবকের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক মানতে পারেননি পলাশ। বারবার নিষেধ সত্ত্বেও টুম্পা ওই যুবকের সঙ্গে মেলামেশা বন্ধ করতে রাজি হয়নি।
যার নিট ফল, পলাশকে সরিয়ে দিতে ছক কষে ওই প্রেমিক প্রেমিকা। এক সুপারি কিলারকে নিয়োগ করা হয় ।
একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে। সেখানেই দেখা যায়, একজন মোটর বাইক চালক পলাশকে বাইকে তুলে দ্রুত জায়গা ছেড়ে চলে যাচ্ছে । পলাশের দেহ মিলতেই প্রেমিক এবং ওই সুপারি কিলার পলাতক হওয়ায়, পুলিশ নিশ্চিত যে পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। পুলিশ তাদের খুঁজে বের করতে চিরুনি তল্লাশি শুরু করেছে। এভাবে পলাশের মতো এক তরতাজা যুবককে পৃথিবী থেকে চলে যেতে হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

Advt

spot_img

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...