মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের( Kkr) বিরুদ্ধে ম্যাচ জিতে বোলারদের প্রশংসায় মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance) অধিনায়ক রোহিত শর্মা( rohit sharma)।

আইপিএলের( ipl) দ্বিতীয় ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ১০ রানে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে দলের ব্যাটিং হতাশ করছে হিট ম্যানকে। প্রথমে ব্যাট করে ১৫৩ রান করে মুম্বই। ব্যাট করতে নেমে নাইটদের ওপেনার জুটি নিতিশ রানা শুভমনদের ব্যাট এক সময় কম্পন ধরিয়ে দিয়েছিল মুম্বইকে। এমন পরিস্থিতি থেকে ম্যাচ নিজেদের দিকে ঘোরান রাহুল চাহার, যশপ্রীত বুমরাহরা। দলের জয়ের পর রোহিত বলেন, “ম্যাচ যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে দারুণ লড়াই করে ঘুরে দাঁড়ানো গিয়েছে। যে যে বোলার বল করতে এসেছে সকলে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এই জয় থেকে অনেকটা আত্মবিশ্বাস পেলাম আমরা। ”

এরপাশাপাশি রোহিত আরও বলেন,” কলকাতা যে ভাবে শুরু করেছিল প্রথম ৬ ওভারে তা অসাধারণ। পাওয়ার প্লে-র পর রাহুল যে ভাবে বল করেছে তা খুব জরুরি ছিল। ক্রুণালও ভাল বল করেছে শেষের দিকে। প্রত্যেক বোলারই প্রশংসার দাবি রাখে। দলের জন্য এটা খুব ভাল দিক।”

আরও পড়ুন:কেকেআরের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ নাইট কর্ণধার শাহরুখ খান