Saturday, December 20, 2025

সরকারি অফিসের পর এবার বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার অনুমতি রাজ্য সরকারের

Date:

Share post:

এবার বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারি অফিসগুলিতে আগেই কোভিডের টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এ বার বেসরকারি অফিসগুলিতেও সেই ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার বণিকসভার সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষে বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “গোটা রাজ্যে টিকাকরণের গতি বাড়াতে হবে। আগে মানুষ টিকা নিতে ভয় পেতেন। কিন্তু এখন যে ভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে বেশির ভাগ মানুষের মধ্যে টিকা নেওয়ার উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য সরকারি অফিসগুলিতে আগেই কোভিডের টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এ বার বেসরকারি অফিসগুলিতেও সেই ব্যবস্থা করতে হবে।”

আরও পড়ুন-বাতিল CBSE দশম শ্রেণীর পরীক্ষা, দ্বাদশ নিয়ে কী জানাল কেন্দ্র?

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছিল, বেসরকারি অফিসগুলিতে টিকাকরণের বিষয়ে সিদ্ধান্ত নিক সংশ্লিষ্ট রাজ্য সরকার। মুখ্যসচিব বলেছেন, “৪৫ বছর বয়সী বা তার উর্ধ্বে থাকা বয়সসীমার লোকজনকে টিকা দেওয়ার ক্ষেত্রে বেসরকারি অফিসগুলো উদ্যোগী হতেই পারে। কিন্তু টিকা নিলেও কোভিড বিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, থার্মাল চেকআপ করা-সহ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’’

Advt

spot_img

Related articles

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...