Sunday, August 24, 2025

ভোট মিটতেই বিজেপির প্রতিশ্রুতি উধাও, অসমে বাঙালিদের হাতে ‘ডি নোটিস’!

Date:

ভোটের আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু ভোট শেষ হতেই অন্য ‘রূপ’ দেখা গেল বিজেপির। যে CAA, NRC নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দেশজুড়ে নাগরিকত্ব প্রমাণ দেখানোর বিরুদ্ধে স্লোগান উঠেছিল, “কাগজ আমরা দেখাবো না! BJP সরকার হঠাও!” বছর ঘুরতে না ঘুরতেই সেই সংশোধিত নাগরিকত্ব আইন প্রাসঙ্গিক হয়ে উঠল অসমে। অভিযোগ, অসমের শরণার্থী বাঙালিদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য নির্বাচনী ময়দানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ভোট মিটতেই আর তার দেখা নেই! অসমের শাসক দল যে আদতে তাঁদের পাশে নেই ভোটপর্ব মিটতেই তার প্রমাণ পাওয়া গেল। আবারও জোরকদমে ‘ডি নোটিস’ ধরানোর কাজ শুরু হল অসমে।

অসমে ভোট শেষে ‘ডি’ নোটিস পৌঁছচ্ছে অসমের ঘরে ঘরে। ডি – নোটিস-এর অর্থ, নির্দিষ্ট সুরক্ষা-তথ্যের প্রকাশ নিষিদ্ধ করার নোটিস৷ সে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ডি নোটিস। শুধু তাই নয়, বাড়ির সামনের ল্যাম্পপোস্টেও টাঙিয়ে দেওয়া হচ্ছে নোটিস। জানা গিয়েছে, এই ডি নোটিস প্রাপকদের বড়ো অংশে রয়েছে হিন্দু বাঙালিরা। ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, ভোট আবহে তাঁদেরই সুরক্ষার কথা বার বার ময়দানে বলেছিলেন বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্য স্তরের সব নেতারাই। অভিযোগ, ভোট মেটার পরে সেসব বেমালুম ভুলে গিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে জ্যোতিপ্রিয়, কারণ জানলে চমকে উঠবেন!

দীর্ঘদিন ধরেই অসমের সাধারণ মানুষ এই আতঙ্কে দিন কাটাছেন। বহু মানুষকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ডিটেনশন ক্যাম্পে। প্রতিশ্রতি দেওয়া হয়েছিল ভোট মিটে গেলেই নাগরিকত্ব বিল কার্যকরী করা হবে। কিন্তু এখন মানুষ দেখছে উল্টো ঘটনা। মোদি, শাহ, নাড্ডাদের মতো সর্বভারতীয় বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা অসমের নির্বাচনী প্রচারে উদ্বাস্তুদের নাগরিকত্ব ও সুরক্ষা প্রদানের জন্য গলা ফাটালেও ভোট মিটতেই ধরা পড়ল অন্যরকম চিত্র।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version