জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “শুভেন্দু আমাকে চাল চোর বলছে৷ ও নিজে কী? ওর তো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাটমানিতে ভরতি৷ ও আবার আমার নামে কুৎসা করছে। প্রচারে এসে মিথ্যা-অপপ্রচার করে আমার চরিত্র হনন জন্য আমি শুভেন্দুর বিরুদ্ধে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হব৷’’
এখানেই শেষ নয়, শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, “শুভেন্দু একটা অসভ্য বর্বর লোক।ও পরিবহন দফতরে দুর্নীতি করে একেবারে শেষ করে দিয়েছে৷ ও আমাদের জলমন্ত্রী ছিল৷ শুভেন্দু কোথা থেকে কাটমানি খেয়েছে সব প্রমাণ আমার কাছে আছে, আমি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব৷’’
হাবড়ায় রাহুল সিনহার প্রচারে এসে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে ঠিক কী বলেছিলেন শুভেন্দু?
“আপনাদের এখানে যে চাল চোর মন্ত্রী রয়েছে এবার ভোটে তাকে হারাতেই হবে। নোট বন্দিতে ৪ কোটি টাকা বদলেছে সে, প্রমাণ রয়েছে আমার কাছে৷” এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী৷ এবার শুভেন্দুর বিরুদ্বে আইনের পথে হাঁটতে চলেছেন খাদ্যমন্ত্রী।