Sunday, August 24, 2025

আগেই কথা ছিল পয়লা বৈশাখে মহানগরের রাজপথে রোড শো-র করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সেই মতো বৃহস্পতিবার, বেলেঘাটা গান্ধী ভবন থেকে জোড়াসাঁকো পর্যন্ত হুইল চেয়ারে বসেই রোড শো করেন মমতা। তাঁর পাশেই হাঁটেন সমাজবাদী পার্টির (Sp) নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bacchan)। পরনে হলুদ শাড়ি, মাথায় পরিচিত সমাজবাদী পার্টির লাল টুপি। আর তাঁর হাত ছিল তৃণমূল নেত্রীর হুইলচেয়ারে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী পরেশ পাল (Paresh Paul), চৌরঙ্গীর তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় (Nayana Benarjee)। ছিলেন আরেক তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ান্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Benarjee)। আর ম্যাটাডরে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী সাধন পাণ্ডে (Sadhan Pandey)।

নববর্ষের দিন কোনও জনসভা ছিল না মমতার। প্রার্থীদের নিয়ে রোড শো করেন তিনি। পথে সোমেন মিত্রর বাড়ির সামনে কিছুক্ষণের জন্য থেমে যান তৃণমূল (Tmc) নেত্রী। ফের শুরু হয় ব়্যালি (Rally)। যদিও কিছুক্ষণ হাঁটার পরে অবশ্য তিনি জিপে উঠে যান। ফের শেষে যোগ দেন রোড শো (Road Show)-এ।

রোড শো-র শেষে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ”নয়না, সাধন, বিবেক গুপ্তা – সবাইকে ভোট দেবেন। জয়ী করবেন। ওঁরা কাজ করেছেন, আরও কাজ করবেন”। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। সংক্ষিপ্তই ভাষণ দেন তিনি। আর তার মাধ্যমেই বার্তা দেন কাজের মানুষদের জয়ী করার।
তৃণমূল নেত্রী অনুরোধে এরপর মাইক্রোফোন হাতে নেন জয়া বচ্চন। নাম না করে বিজেপির পরিবর্তনের স্লোগানকে বেঁধেন জয়া। তিনি বলেন, ”বাংলায় পরিবর্তন দরকার নেই। অনেক কাজ হয়েছে। মমতা থাকলে আরও কাজ হবে”।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version