নববর্ষের দিন কোনও জনসভা ছিল না মমতার। প্রার্থীদের নিয়ে রোড শো করেন তিনি। পথে সোমেন মিত্রর বাড়ির সামনে কিছুক্ষণের জন্য থেমে যান তৃণমূল (Tmc) নেত্রী। ফের শুরু হয় ব়্যালি (Rally)। যদিও কিছুক্ষণ হাঁটার পরে অবশ্য তিনি জিপে উঠে যান। ফের শেষে যোগ দেন রোড শো (Road Show)-এ।
রোড শো-র শেষে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ”নয়না, সাধন, বিবেক গুপ্তা – সবাইকে ভোট দেবেন। জয়ী করবেন। ওঁরা কাজ করেছেন, আরও কাজ করবেন”। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। সংক্ষিপ্তই ভাষণ দেন তিনি। আর তার মাধ্যমেই বার্তা দেন কাজের মানুষদের জয়ী করার।
তৃণমূল নেত্রী অনুরোধে এরপর মাইক্রোফোন হাতে নেন জয়া বচ্চন। নাম না করে বিজেপির পরিবর্তনের স্লোগানকে বেঁধেন জয়া। তিনি বলেন, ”বাংলায় পরিবর্তন দরকার নেই। অনেক কাজ হয়েছে। মমতা থাকলে আরও কাজ হবে”।