Tuesday, November 4, 2025

আগেই কথা ছিল পয়লা বৈশাখে মহানগরের রাজপথে রোড শো-র করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সেই মতো বৃহস্পতিবার, বেলেঘাটা গান্ধী ভবন থেকে জোড়াসাঁকো পর্যন্ত হুইল চেয়ারে বসেই রোড শো করেন মমতা। তাঁর পাশেই হাঁটেন সমাজবাদী পার্টির (Sp) নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bacchan)। পরনে হলুদ শাড়ি, মাথায় পরিচিত সমাজবাদী পার্টির লাল টুপি। আর তাঁর হাত ছিল তৃণমূল নেত্রীর হুইলচেয়ারে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী পরেশ পাল (Paresh Paul), চৌরঙ্গীর তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় (Nayana Benarjee)। ছিলেন আরেক তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ান্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Benarjee)। আর ম্যাটাডরে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী সাধন পাণ্ডে (Sadhan Pandey)।

নববর্ষের দিন কোনও জনসভা ছিল না মমতার। প্রার্থীদের নিয়ে রোড শো করেন তিনি। পথে সোমেন মিত্রর বাড়ির সামনে কিছুক্ষণের জন্য থেমে যান তৃণমূল (Tmc) নেত্রী। ফের শুরু হয় ব়্যালি (Rally)। যদিও কিছুক্ষণ হাঁটার পরে অবশ্য তিনি জিপে উঠে যান। ফের শেষে যোগ দেন রোড শো (Road Show)-এ।

রোড শো-র শেষে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ”নয়না, সাধন, বিবেক গুপ্তা – সবাইকে ভোট দেবেন। জয়ী করবেন। ওঁরা কাজ করেছেন, আরও কাজ করবেন”। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। সংক্ষিপ্তই ভাষণ দেন তিনি। আর তার মাধ্যমেই বার্তা দেন কাজের মানুষদের জয়ী করার।
তৃণমূল নেত্রী অনুরোধে এরপর মাইক্রোফোন হাতে নেন জয়া বচ্চন। নাম না করে বিজেপির পরিবর্তনের স্লোগানকে বেঁধেন জয়া। তিনি বলেন, ”বাংলায় পরিবর্তন দরকার নেই। অনেক কাজ হয়েছে। মমতা থাকলে আরও কাজ হবে”।

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...
Exit mobile version