দেশে চরম অবস্থায় পৌঁছেছে করোনা। এই প্রথমবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়েছে। ভয়াবহ পরিস্থিতি ভারতে। এইমুহূর্তে দেশ তথা গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামোর কপালেই ভাঁজ ফেলে দিয়েছে মারণ ভাইরাস। এমন পরিস্থিতিতেই বছরের পয়লা দিনে দুঃসংবাদ দিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার নেটদুনিয়ায় রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, “অবশেষে আমিও করনোরা কবলে। দুঃখিত বন্ধুরা।” সূত্রের খবর, কোভিড উপসর্গ থাকায় দিন কয়েক আগেই পরীক্ষা করান বিজেপি নেত্রী। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর, সর্দি-কাশি কমেনি। এরপরই দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করান। বৃহস্পতিবার সেই কোভিড রিপোর্ট-ই পজিটিভ আসে।

আরও পড়ুন- যুক্তির ঝড়ে সব অভিযোগ উড়িয়ে বিজেপিকে তুলোধোনা অভিষেকের
