Monday, November 10, 2025

করোনার বলি প্রার্থী, আক্রান্ত আরও ৫! বাকি ৪ দফা নিয়ে চ্যালেঞ্জের মুখে কমিশন

Date:

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) বাংলাতেও হু হু করে বাড়ছে সংক্রমণ। ভোটবঙ্গে (West Bengal Assembly Election) নজিরবিহীন ৮ দফার নির্বাচনী নির্ঘন্ট সম্পন্ন করার দীর্ঘ প্রক্রিয়ার মাঝেই মারণ ভাইরাসের চোখরাঙানি রাজ্যবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সঞ্চার করেছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী সভা, সমাবেশ, আর মিছিল থেকে সংক্রামিতের তালিকা দীর্ঘতর হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর।

এখানেই শেষ নয়, রাজ্যে আরও বেশ কয়েকজন প্রার্থী করোনায় আক্রান্ত। মুর্শিদাবাদেরই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপকুমার নন্দী, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিদের কোপে পড়েছেন তৃণমূলের তিন প্রার্থী গোয়ালপোখরের গোলাম রাব্বানি, তপন কেন্দ্রের কল্পনা কিস্কু এবং জলপাইগুড়ি আসনের ডাঃ প্রদীপকুমার বর্মা। করোনার কবলে পড়ায় বীরভূমের মুরারই আসনের প্রার্থীকেও বদল করেছে ঘাসফুল শিবির।

এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬,৭৬৯, সুস্থ হয়েছেন ২৩৮৭ জন। এই সময়ের মধ্যে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২। যার মধ্যে কলকাতার ৭ জন।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাকি চার দফার নির্বাচন শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কমিশনের সামনে। মারণ ভাইরাসের দাপাদাপি বেড়ে চলার পরিস্থিতিতে রাজ্যের শেষ তিন দফার ভোট একদিনে সম্পন্ন করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আজ, শুক্রবার নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকে বিষয়টি নিয়ে সরব হতে পারেন শাসক তৃণমূল-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যদিও কমিশন সূত্রে খবর, নতুন ভাবে বিজ্ঞপ্তি জারি করে বাকি তিন দফার ভোট একদিনে করা খুব জটিল প্রক্রিয়া। সময় সাপেক্ষ। তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাকি দফার ভোটগুলি হবে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version