হুগলিতে ভোট পরবর্তী হিংসা: আক্রান্ত তৃণমূল নেতারা, অভিযুক্ত বিজেপি

ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলিতে (Hoogli)। খানাকুল কিশোরপুর 1 নম্বর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েতের সদস্য স্বপন মাজিকে (Swapan Maji) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য স্বপন মাজি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তাঁকে বাড়ি থেকে তুলে পশ্চিম মেদিনীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। বেধড়ক মারধর করা হয়। শুক্রবার সকালে খানাকুল থানার পুলিশ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন:ফের বিজেপির জুমলা ফাঁস, ভোট মিটতেই অসমের বাঙালিদের ডি-নোটিশ ধরাচ্ছে সরকার

হুগলির চাঁপদানি বিধানসভার পিয়ারাপুর এলাকায় , আক্রান্ত তৃণমূল নেতা।। অভিযোগ, তৃণমূল করার জন্য প্রাক্তন উপ প্রধান দীপেন মণ্ডলকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

Advt

Previous articleফের বিজেপির জুমলা ফাঁস, ভোট মিটতেই অসমের বাঙালিদের ডি-নোটিশ ধরাচ্ছে সরকার
Next articleকরোনার জের, ফের প্যাসেঞ্জার ট্রেন নিয়ে বড়সড় সিদ্ধান্তের সম্ভাবনা রেল কর্তৃপক্ষের