Wednesday, November 12, 2025

ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে রাজ্যে ভোট, কড়া নির্দেশ জারি হাইকোর্টের

Date:

রাত পোহালেই রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ওদিকে উর্ধ্বমুখী করোনাগ্রাফ৷ শনিবারের ভোটের আগেই নির্বাচন নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের (High Court)।

শুক্রবার এক কোভিড- মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র পুলিশ দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নেতা এবং সাধারণ মানুষ, দু’পক্ষের সচেতনতা প্রয়োজন। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক হতে হবে। রাজনৈতিক দলগুলির ভূমিকায় একইসঙ্গে অসন্তোষও প্রকাশ করেছে হাইকোর্ট। এদিনের সর্বদলীয় বৈঠকে এই বার্তা রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছে দিতে বলা হয়েছে কমিশনকে।

প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, করোনা- বিধি মেনে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে হবে পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচন কোথায় কীভাবে হল, সোমবার তার একটি সার্বিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ভোটের বাংলায় আকাশছোঁয়া করোনা সংক্রমণ৷ বাম দলগুলি বড় জমায়েত বাতিল করার কথা ঘোষণা করলেও এই আশঙ্কাজনক পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই করোনাবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়ে যাচ্ছে বাকি রাজনৈতিক দলগুলি। দলগুলির এই ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আইন বা পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

ভোটপ্রক্রিয়া শুরুর সময়ই নির্বাচন কমিশন করোনা বিধি তৈরি করে জানিয়েছিলো, প্রচারের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক৷ দূরত্ব বিধিও অমান্য করা যাবে না৷ এই গাইডলাইন মানছেনা কোনও দলই৷ তারপরই করোনা প্রোটোকল মেনে চলার নির্দেশ জারির আবেদন জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে ৩ মামলা। সোমবার দুপুরে করোনা সংক্রান্ত সব মামলায় শুনানি হবে।

আরও পড়ুন:বিজেপি মিথ্যে কথা বলে: কটাক্ষ মমতার

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version