Sunday, May 4, 2025

অসুস্থতা বা বয়স কোনও ফ্যাক্টরই নয়৷

কমিশনের পোস্টাল ব্যালটের প্রস্তাব উড়িয়ে লাইনে দাঁড়িয়ে আর পাঁচজনের মতোই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ চান এখনও অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) এবং ৮২ বছরের বিমান বসু (Biman Basu)। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে দুই প্রবীণ যেভাবে নিজেরাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার দৃঢ়তা দেখিয়েছেন, তাতে বাড়তি অক্সিজেন পেতে চলেছে বাম-ব্রিগেড৷

বুদ্ধবাবুর শরীর এখন কিছুটা সুস্থ। সে কারনেই পোস্টাল ব্যালটে নয়, তিনি ভোটকেন্দ্রে গিয়েই ভোট দিতে তিনি৷ একই সিদ্ধান্ত বিরাশি বছরের বিমান বসুরও। তিনিও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে।

প্রবল শ্বাসকষ্টের কারনে গুরুতর অসুস্থ ছিলেন বুদ্ধবাবু৷ দু’বার হাসপাতাল যেতে হয় তাঁকে৷ অসুস্থতার কারণে লোকসভা নির্বাচনে ভোটও দিতে পারেননি বুদ্ধবাবু। অংশ নিতে পারেননি ব্রিগেডের সমাবেশে। তবে এখন অনেকটা ভালো থাকায় নিজে বুথে গিয়েই ভোট দেবেন বুদ্ধবাবু।

করোনা সংক্রমণের কারনে এ বারের ভোটে গুরুতর অসুস্থ বা ৮০ পার হওয়া ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন। এই সুযোগ পেতে হলে ১২ডি ফর্ম পূরণ করে আবেদন করতে হয়৷ নির্দিষ্ট কেন্দ্রের ভোটের কয়েকদিন আগেই কমিশনের কর্মীরা হাজির হয়ে ব্যালট সংগ্রহ করে নিচ্ছেন। বুদ্ধবাবু এখনও ১২ডি ফর্ম জমা করেননি৷ আলিমুদ্দিন সূত্রে খবর, পার্টির তরফে বুদ্ধবাবুর সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়। তখনই বুদ্ধবাবু পোস্টাল ব্যালটে ভোট দিতে আপত্তির কথা জানান৷

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বয়স এখন ৮২৷ নির্বাচন কমিশন তাঁর সঙ্গেও যোগাযোগ করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য৷ কমিশন কর্মীদের বিমানবাবু সাফ জানিয়ে দেন, “এখনও প্রতিদিন নিয়ম করে ভোটের প্রচারে থাকি। আজও শরীরে কোনও রোগ নেই৷ তাহলে খামোকা কেন পোস্টাল ব্যালটে ভোট দিতে যাবো ? প্রশ্নই ওঠে না।আমি বুথে গিয়েই ভোট দেবো৷”

Related articles

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...
Exit mobile version