Thursday, August 21, 2025

দ্বিতীয় ঢেউয়ে বানভাসি পরীক্ষার্থীরা, ভেসে গেলো পরীক্ষা, পঠনপাঠন

Date:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় বিপর্যস্ত পড়ুয়ারা। দ্বিতীয় ঢেউয়ে বানভাসি পরীক্ষার্থীরা। ভেসে গেলো পরীক্ষা, পঠনপাঠন। বুধবারই কেন্দ্র বাতিল করেছে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা। এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পয়লা জুন রিভিউ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সিবিএসই দ্বাদশের পরীক্ষা স্থগিত রেখে পিছিয়ে দেওয়ার ফলে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে পড়ুয়া ভর্তি ও ক্লাস শুরু হওয়া নিয়ে একরকম চিন্তায়। এমনই জানালেন রাজ্যের শিক্ষা প্রশাসকরা।

সিবিএসই দ্বাদশের পরীক্ষা এখনও স্থগিত রইলেও সংসদ সভাপতি মহুয়া দাস জানান, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বলার মতো পরিস্থিতি এখনও আসেনি। উচ্চ মাধ্যমিকের নির্ধারিত সূচি আপাতত অপরিবর্তিতই রয়েছে। তাছাড়া উচ্চ মাধ্যমিকের আগেই ১-১০ জুন মাধ্যমিক রয়েছে। মাধ্যমিকের দিনক্ষণ দেখেই উচ্চ মাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন-কোথায় খরচ হচ্ছে পিএম কেয়ার ফান্ডের টাকা? ব্যাখ্যা দিল কেন্দ্র

সাধারণত প্রত্যেক বছর স্নাতকের ক্লাস ১ জুলাই শুরু হয়। রাজ্যের শিক্ষা প্রশাসকদের কথায়, ২০২০-২১ সালে কোভিডের কারণে দেশজুড়ে দীর্ঘ দিন লকডাউনে কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়, ক্লাস হয়নি। ২০২০-তে করোনার বাড়বাড়ন্তে উচ্চ মাধ্যমিক, সিবিএসই এবং আইএসসি পরীক্ষা মাঝপথে স্থগিত করতে বাধ্য হয়েছিল।

গতবারের থেকে এবারের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, একমাত্র কোনও মিরাক্যালই কোভিডের গ্রাফ নিম্নমুখী করতে পারে। তখন পরীক্ষার দিনক্ষণ, স্নাতকে শিক্ষাবর্ষ শুরু এবং ভর্তির কথা আলোচনা করা যেতে পারে। এখন এ সব নিয়ে আলোচনা অর্থহীন।

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version