Sunday, January 11, 2026

ইস্যু সেই অনুপ্রবেশ, আউশগ্রামের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সরব শাহ

Date:

Share post:

রাজ্যে চলছে পঞ্চম দফা নির্বাচন। এই আবহেই শনিবার ভোট প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। আউশগ্রামের(Ayushgram) জনসভা থেকে এদিন ফের রাজ্যে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন তিনি। জানিয়ে দিলেন, ‘অনুপ্রবেশকারীদের হলো দিদির ভোটব্যাঙ্ক।’ যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করছে শাসক দল তৃণমূল(TMC)।

শনিবার রাজ্য ৩ কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন উত্তর ২৪ পরগনার আমডাঙাতে রোড শো করার পাশাপাশি চাপড়া ও আউশগ্রামের জনসভা করেন তিনি। প্রতিটি জনসভা থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শোনা যায় তাঁকে। আমডাঙার সভা থেকে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশকারীরাই হল দিদির ভোটব্যাঙ্ক। অনুপ্রবেশকারীদের কখনও আটকাননি দিদি। বাম ও কংগ্রেসও অনুপ্রবেশকারীদের রুখতে ব্যর্থ হয়েছে। কিন্তু বিজেপি সরকার এলেই প্রথমে অনুপ্রবেশকারীদের শক্ত হাতে প্রবেশ বন্ধ করবে।’

এর পাশাপাশি তিনি আরো বলেন, ‘আপনারা কি কাটমানির সরকার চান? আপনারা কি আবারও সিন্ডিকেট সরকার চান? যদি না চান তাহলে ২ মে বিজেপি সরকার গড়ে তুলুন। ২ মে বাংলায় বিজেপি সরকার তৈরি হলেই বাংলার প্রত্যেকটা কন্যা সন্তানকে কেজি থেকে পিজি পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা বিজেপি সরকার করবে।আপনারা বাংলায় বিজেপি সরকার গড়ে তুললে বিনা বাধায় দুর্গাপূজা হবে এবং প্রত্যেকটা স্কুলেও সরস্বতী পুজো হবে কেউ বাধা দিতে পারবে না।’

আরও পড়ুন:কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপ্যাধ্যায়ের উপরে হামলার অভিযোগ

যদিও অমিত শাহর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূলের তরফে জানানো হয়েছে। অনুপ্রবেশ সংক্রান্ত যে অভিযোগ বিজেপি করছে তা সম্পূর্ণ মিথ্যা। সীমান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ। যদি সেখান থেকে অনুপ্রবেশ ঘটে তাহলে সে দায় সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রকের। এনিয়ে তৃণমূলের ঘাড়ে মিথ্যে অভিযোগ দেওয়া কোনোভাবেই উচিত নয়। পাশাপাশি দুর্গাপুজো ও সরস্বতী পুজো মণ্ডপ যে অভিযোগ তুলেছে তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল। জানানো হয়েছে, বিজেপি এইসব মিথ্যাচার বাংলার মানুষ জানে। ফলে এসব বলে লাভ কিছু হবে না।

Advt

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...