বুথের কাছে আগ্নেয়াস্ত্র সহ এক নির্দল প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোটের দিন সকালে এই ঘটনাটি ঘটেছে চাকদায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বুথের কাছে ঘুরছিলেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক। অভিযোগ নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভোটাররদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। তবে নির্দল প্রার্থী কৌশিক ভৌমিকের দাবি, তাঁকে লক্ষ্যে করে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র তাক করেছিল। তাদের ধরতে যেতেই দুষ্কৃতীরা সেটি ছুড়ে পালিয়ে যায়। সেটাই তুলে নিয়ে তিনি পুলিশের কাছে জমা দিতে যাচ্ছিলেন! আগ্নেয়াস্ত্রটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে। প্রত্যক্ষদর্শীদের দাবি কৌশিক পকেটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলেন। কিন্তু সেটি তার পাঞ্জাবির পকেট থেকে কোনও ভাবে পড়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে। এদিকে নির্দল প্রার্থীর দাবি, আমাকে লক্ষ্য করে বন্দুক ছুড়ে পালায় দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলাম, দাবি নির্দল প্রার্থীর। গোটা ঘটনার খবর পেয়েই বিস্তারিত রিপোর্ট চায় নির্বাচন কমিশন।
