Friday, November 28, 2025

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া এখনও নির্বিঘ্নে পঞ্চম দফা

Date:

Share post:

রণক্ষেত্র বিধাননগরের শান্তিনগর ও সুকান্তনগর। দু’জায়গাতেই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি হয়। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। সংঘর্ষ চলাকালীন মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের। সুকান্ত নগরে দু’পক্ষের মধ্যে রীতিমতো মারামারি বেধে যায়। বিধাননগরে বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।

উত্তর ২৪ পরগনার ১৬টি, পূর্ব বর্ধমানের ৮টি, নদিয়ার ৮টি, জলপাইগুড়ির ৭টি, দার্জিলিঙের ৫টি ও কালিম্পং ১টি মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৬.১৫ শতাংশ। জলপাইগুড়িতে ১৮.৬৫ শতাংশ,কালিম্পংয়ে ১৪ শতাংশ,দার্জিলিংয়ে ১৪.৭৩ শতাংশ,উত্তর ২৪ পরগনায় ১৫.১৩ শতাংশ,পূর্ব বর্ধমানে ১৬.০৬ শতাংশ ও নদিয়ায় ১৬.৪৫ শতাংশ ভোট পড়েছে।

উত্তর ২৪ পরগনা কামারহাটি কেন্দ্রে পঞ্চম দফা ভোট গ্রহণের সকাল থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। এদিন দক্ষিণেশ্বর-মন্দিরে সকাল-সকাল পুজো দিয়ে বুথ পরিদর্শনের বেরোন তৃণমূল (TMC) প্রার্থী মদন মিত্র। তার আগে নিজের ভোটও তিনি দেন। এবং ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। একই সঙ্গে তাঁর অভিযোগ, একটি বুথে গেলে তাঁর শরীর তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের সঙ্গে বাকবিতন্ডা জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এই ঘটনার সাময়িক উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন-তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, ব্যাপক উত্তেজনা রানাঘাটে

বুথে যাওয়ার পথে বিজেপি এজেন্টদের বেধড়ক মারধরের অভিযোগ। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বিজেপি এজেন্টদের লাঠি দিয়ে মারার অভিযোগ ওঠে। মিনাখাঁতে ৩২ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।

মন্তেশ্বরে তৃণমূলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গোলমালের আশঙ্কা। হেলমেট পরে বুথ পরিদর্শনে মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর।

পঞ্চম দফার নির্বাচনের দিন ভোটদানের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি৷ এদিন তিনি বাংলায় টুইট করে বিপুল পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানান৷ একইসঙ্গে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন৷

Advt

spot_img

Related articles

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...