Saturday, August 23, 2025

নাম না করে বিজেপিকে তোপ: সিআইডি তদন্তের নির্দেশ দেব, অডিও ক্লিপ ফাঁস নিয়ে জানালেন ক্ষুব্ধ মমতা

Date:

অডিও ক্লিপ প্রকাশ নিয়ে এবার বিজেপি-র তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। শনিবার, গলসির সভা থেকে নাম না করে অডিও ক্লিপ ফাঁস নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। শুক্রবার বিজেপির তরফে একটি অডিও (Audio) ক্লিপ প্রকাশ করা হয়। বিজেপির (Bjp) দাবি, সেটি শীতলকুচির ঘটনার ঠিক পরেই পার্থপ্রতিম রায়ের সঙ্গে তৃণমূল নেত্রীর ফোনালাপের অডিও। যদিও সেই অডিও টেপের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এই নিয়ে আগেই কেন্দ্রের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ তোলে শাসকদল।

এদিন, দলীয় প্রার্থীর সমর্থনে গলসির প্রচার সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা। তিনি বলেন, “কার সঙ্গে কথা বলছি, তা ট্যাপ করা হচ্ছে। এটা একটা বড় দুর্নীতি। আমি জানতে চাই, কে আমার ফোনে আড়ি পাতছে? সবার ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার। সরকার গড়ার পরে আমি সিআইডি (Cid) তদন্তের নির্দেশ দেব”।

কোভিড পরিস্থিতির কারণে বাকি তিন দফা একসঙ্গে করার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। এদিনও তিনি বলেন, নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু উল্টে সময় কমিয়ে দিয়েছে। “কেন আমাদের নির্বাচনে প্রচারের সময় কমিয়ে দেওয়া হল? তিনটি দফার নির্বাচন একসঙ্গে হতেই পারত। কিন্তু কমিশন সেটা করল না, এ দিকে প্রচারের সময় কমিয়ে দিল”।

এদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারীকরণ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করে বাণিজ্য করিডোর তৈরি হবে।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version