করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএম প্রার্থী মীনাক্ষির ইলেকশন এজেন্ট

এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট নির্মল জানা। সামশেরগঞ্জ, জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী, তৃণমূল নেতা আবদুর রহমানের পর মারা গেলেন সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য।

ষাটোর্ধ্ব এই বর্ষীয়ান নেতা গতকাল রাতে করোনা রিপোর্ট পজিটিভ নিয়ে চণ্ডীপুর হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে মৃত্য়ু হয় নির্মলের।

আরও পড়ুন-অডিও ফাঁস: বিজেপির দিকে আঙুল তুলে কমিশনে অভিযোগ তৃণমূলের

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয় শুক্রবারই মারা গিয়েছেন, মুর্শিদাবাদ জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। শনিবার সকালে করোনার কবলে মৃত্যু হয়ছে মুরারইয়ের বিদায়ী বিধায়কের। ‘ভোট-বঙ্গে’ করোনায় আক্রান্ত হয়ে একের পর এক রাজনৈতিক নেতার মারা যাচ্ছেন। কোভিড প্রোটোকল না মেনেই যেভাবে অবাধে চলছে নির্বাচনী প্রচার মিটিং মিছিল জমায়েত তাতে ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ।

Advt