Monday, December 15, 2025

শীতলকুচি বিতর্কের মাঝেই মন্তেশ্বরে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে মাথা ফাটল তৃণমূল কর্মীর

Date:

রাজ্যে নজিরবিহীন ম্যারাথন নির্বাচনে চতুর্থ দফার রক্তক্ষয়ী ভোটের অভিশপ্ত স্মৃতি আজও টাটকা। তারই মাঝে আজ, শনিবার ছিল পঞ্চম দফা ভোট গ্রহণ। এবং সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর।

এবারও কাঠগড়ায় সেই কেন্দ্রীয় বাহিনী। গুলি না চালালেও তাঁদের লাঠির ঘায়ে মাথা ফাটল মন্তেশ্বরের এক তৃণমূল কর্মীর। আজ, শনিবার সন্ধ্যার এই ঘটনায় বুথের বাইরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জখম কর্মীকে দেখতে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরি।

তাঁর অভিযোগ, “বিজেপি প্রার্থী দলবদলু সৈকত পাঁজা ভোট দিতে এসে পরিকল্পিত ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লাঠি চার্জ করাল। আমরা কমিশনে নালিশ জানাব।”

জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ মন্তেশ্বরের উনটিয়া গ্রামে ১৩৫ নম্বর বুথের এই ঘটনায় ওই তৃণমূল কমীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর লাঠি চালানোর ঘটনায় তিনজন সাধারণ ভোটারও জখম হয়েছেন। তৃণমূল-সহ গ্রামবাসীদের অভিযোগ, বিজেপির প্রার্থী সৈকত পাঁজা এখানে ভোট দিতে এসেছিলেন। সেখানেই তাঁর নির্দেশে বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী তাদের উপর লাঠি চালিয়েছে।

যদিও বিজেপি প্রার্থী সৈকত পাঁজা ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ওখানে তৃণমূলের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর বন্দুক কেড়ে নিতে গিয়েছিল। তখনই জওয়ানরা ব্যবস্থা নেয়। কিন্তু বন্দুক কেড়ে নেওয়ার কোনও প্রমাণ এখনও পর্যন্ত দিতে পারেনি কেউ!

Related articles

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...
Exit mobile version