Sunday, November 2, 2025

রায়গঞ্জে প্রচারের মাঝেই ছন্দপতন, অসুস্থ মহাগুরুকে আনা হল কলকাতায়

Date:

প্রধানমন্ত্রীর হাত ধরে ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকেই বিজেপির হয়ে প্রচার করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবারসরীয় প্রচার সারতে আজ রায়গঞ্জে রোড শো করেন তিনি। কিন্তু সেখানে রোড শো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি তাঁকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় উদ্বিগ্ন বিজেপির দলীয় কর্মীরা।

ষষ্ঠ দফার ভোটের আগে প্রার্থীকে সঙ্গে নিয়ে রবিবাসরীয় প্রচারে নামেন মিঠুন চক্রবর্তী। এর আগেও গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকেই প্রার্থীদের সমর্থনে সভা করেছেন তিনি। কোথাও কোথাও আবার রোড শোও করেছেন । আজ,রবিবারও ঠাসা কর্মসূচি ছিল মহাগুরুর। তাই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডীতলা থেকে পাঁচ কিলোমিটার রোড শো করার কথা ছিল তাঁর। সময়মত সেখানে পৌঁছে রোড শো শুরু করেন তিনি। জানা গেছে, আজ প্রথম থেকেই অসুস্থতা বোধ করছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা। তাই প্রথমে হুডখোলা গাড়িতে উঠতে চাননি তিনি। কিন্তু নেতা কর্মীদের আবদার রাখতে শারীরিক অসুস্থতা নিয়েই হুডখোলা গাড়িতে উঠে প্রচার শুরু করেন। চণ্ডীতলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিকে সঙ্গে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। শারীরিক অসুস্থতার কথা বুঝতেই দেননি কাউকে। রাস্তার দু’ধারে থাকা জনতার উদ্দেশে হাতও নাড়েন তিনি। সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।কিন্তু ২০০ মিটার যেতে না যেতেই ছন্দপতন হয়।  রোদে-গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। এরপরই গাড়ি থেকে নামানো হয় মিঠুনকে। তোলা হয় হেলিকপ্টারে। এরপর কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রচারের মাঝেই থমকে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মহাগুরুর অসুস্থতার ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন গেরুয়া শিবির। তবে তাঁর ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version