Wednesday, August 20, 2025

রায়গঞ্জে প্রচারের মাঝেই ছন্দপতন, অসুস্থ মহাগুরুকে আনা হল কলকাতায়

Date:

প্রধানমন্ত্রীর হাত ধরে ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকেই বিজেপির হয়ে প্রচার করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবারসরীয় প্রচার সারতে আজ রায়গঞ্জে রোড শো করেন তিনি। কিন্তু সেখানে রোড শো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি তাঁকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় উদ্বিগ্ন বিজেপির দলীয় কর্মীরা।

ষষ্ঠ দফার ভোটের আগে প্রার্থীকে সঙ্গে নিয়ে রবিবাসরীয় প্রচারে নামেন মিঠুন চক্রবর্তী। এর আগেও গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকেই প্রার্থীদের সমর্থনে সভা করেছেন তিনি। কোথাও কোথাও আবার রোড শোও করেছেন । আজ,রবিবারও ঠাসা কর্মসূচি ছিল মহাগুরুর। তাই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডীতলা থেকে পাঁচ কিলোমিটার রোড শো করার কথা ছিল তাঁর। সময়মত সেখানে পৌঁছে রোড শো শুরু করেন তিনি। জানা গেছে, আজ প্রথম থেকেই অসুস্থতা বোধ করছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা। তাই প্রথমে হুডখোলা গাড়িতে উঠতে চাননি তিনি। কিন্তু নেতা কর্মীদের আবদার রাখতে শারীরিক অসুস্থতা নিয়েই হুডখোলা গাড়িতে উঠে প্রচার শুরু করেন। চণ্ডীতলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিকে সঙ্গে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। শারীরিক অসুস্থতার কথা বুঝতেই দেননি কাউকে। রাস্তার দু’ধারে থাকা জনতার উদ্দেশে হাতও নাড়েন তিনি। সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।কিন্তু ২০০ মিটার যেতে না যেতেই ছন্দপতন হয়।  রোদে-গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। এরপরই গাড়ি থেকে নামানো হয় মিঠুনকে। তোলা হয় হেলিকপ্টারে। এরপর কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রচারের মাঝেই থমকে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মহাগুরুর অসুস্থতার ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন গেরুয়া শিবির। তবে তাঁর ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version