Wednesday, August 20, 2025

২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসু এবং সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের

Date:

বিজেপি নেতা সায়ন্তন বসু এবং আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। সুজাতা মণ্ডল খাঁ রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি।

জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় শীতলকুচি কাণ্ড নিয়ে সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারবো। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারবো।” শীতলকুচিতে সিআইএসএফ-এর গুলি চালানোয় মারা গিয়েছিলেন ৪ জন। এই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্যই তাঁর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন-ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট নান্নু হোসেন প্রয়াত

আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি জানিয়েছে কমিশন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তফশিলী জাতি সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করার জেরে কমিশন সুজাতার ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহার পর সায়ন্তন বসু এবং সুজাতা মণ্ডল খাঁয়ের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version