রাজ্যে রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ হাজার ৭১৩

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৪ দিনে রেকর্ড হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা । পাশাপাশি বেড়েছে মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজারের গণ্ডি পেরিয়েছে। রাজ্যে শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯১০। শনিবার তা বেড়ে হয়েছে ৭ হাজার ৭১৩। একলাফে এত পরিমাণে সংক্রমণ আগে কখনও হয়নি। যদিও পাল্লা দিয়ে বাড়ছে নমুনা সংগ্রহও।

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রায় হাজার আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭১৩ জন হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁয়েছে।

অন্যদিকে বাকি জেলাগুলিতেও সংক্রমণের হার চোখ রাঙাচ্ছে । কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়াও কয়েকটি জেলায় সংক্রমণের হার উর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের নিরিখে দেখা যাচ্ছে কলকাতায় ১৯৯৮, উত্তর ২৪ পরগনায় ১৬৩৯, হাওড়ায় ৪৩২, দক্ষিণ ২৪ পরগনায় ৪৯১ জন আক্রান্ত হয়েছেন।এছাড়াও বীরভূমে দৈনিক আক্রান্ত ৪০৬, হুগলিতে ৩২১, পশ্চিম বর্ধমানে ৩১০, মালদহ ৩৪৪ জন আক্রান্ত ধরা পড়েছেন।

Advt

Previous articleশ্রীলেখা, মিমি, পায়েল, আবীর-পঞ্চম দফায় ভোট দিলেন তারকারা
Next articleব্রেকফাস্ট স্পোর্টস