Wednesday, August 20, 2025

নিজের দলের জয় নিয়ে একরকম আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবারও তাঁর দাবি বিজেপি একদম হিসেব করে ২০০ আসন পাবে । যদিও দিলীপ ঘোষের এই দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ম্যাজিক ফিগার পার করে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাদের দাবি বাংলার মানুষের বিপুল সমর্থনের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে বাংলার দায়িত্ব সামলাবেন। যদিও দিলীপ ঘোষ এদিন দাবি করেছেন তারা যেমন চাইছেন , তেমনই নির্বাচন হচ্ছে।’ তিনি বললেন,’ ওরা আর লড়তে চাইছে না। তাই নির্বাচন ছেড়ে দিতে চাইছে। আর সেই কারণেই বলছে, একসঙ্গে ভোট করে দাও, আমরা সভা করব না। আসলে মিটিং করতে গেলে খরচা আছে। বক্তা লাগবে, নেতা লাগবে। কেউ বেরোচ্ছে না। তাই এখন বলছে, সব গুটিয়ে দাও। রেজাল্ট হয়ে গেছে ম্যাচের। কিন্তু ম্যাচের সময় তো পুরো করতে হবে। সেটা আমরা করে দেব।’ সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ফের রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে । তবে কি বিজেপির অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন চলছে? তা নিয়েও ফের জল্পনা তৈরি হয়েছে।তিনি এদিন বলেন, ‘বুথের নিরাপত্তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। তারা সেই দায়িত্ব ভালোভাবেই পালন করছে। বাইরের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কিন্তু এতদিন সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসা করায় দুষ্কৃতী নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে পুলিশের। বিজেপি ক্ষমতায় এলে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version