Thursday, August 21, 2025

বেফাঁস বাক্যবাণে বিতর্ক তৈরিতে তিনি সিদ্ধহস্ত। ব্যতিক্রম হল না রবিবারও। তৃণমূল কংগ্রেস   (Trinamool Congress) প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছিল বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে নির্বাচন কমিশন ( election Commission)। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Narendra Modi and Amit Shah) ইচ্ছেতেই যে বাংলায় আট দফায় ভোট করানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই দাবিতে রবিবার কার্যত সীলমোহর দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‌আমরা যেভাবে চাইছি, সেভাবেই ভোট হচ্ছে! আমরা খুশি। যাঁরা পালাতে চাইছে, তারাই একদিনে ভোট করানোর দাবি তুলছেন‌।’‌ পাশাপাশি এক দফায় ভোট সম্পন্ন করার দাবি করায় তৃণমূলের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌খেলা হবে স্লোগান তুলে যাঁরা ভোটযুদ্ধে নেমেছিলেন, তাঁরাই এখন বেগতিক বুঝে খেলার ময়দান ছেড়ে পালাতে চাইছেন। সেজন্য বাকি তিন দফার ভোট একদিনে করাতে বারবার আবেদন করছেন।’‌ দিলীপ ঘোষের এই মন্তব্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অঙ্গুলিহেলনে এবং মোদি- শাহ জুটির নির্দেশেই যে কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরিচালনা করছে এ নিয়ে এখন আর কোনও সন্দেহের অবকাশ রইল না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version