রাজ্যে করোনা (corona) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের থেকে পর্যাপ্ত পরিমাণ কোভিড ভ্যাকসিন (vaccine) চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (narendra modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বাংলায় ভ্যাকসিনের জোগান বাড়ানোর পাশাপাশি করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ (medicine) ও অক্সিজেনের (oxygen) সরবরাহ বৃদ্ধির দাবিও করেছেন তিনি। করোনা চিকিৎসায় অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভিরের জোগান বৃদ্ধির সঙ্গে অক্সিজেনের সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি দেখার জন্য মোদিকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরাসরি রাজ্য সরকারের মাধ্যমে ভ্যাকসিন বণ্টনের অনুমতি চেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও সেই অনুমতি এখনও মেলেনি৷ অথচ কেন্দ্রীয় সরকার যে ভ্যাকসিন সরবরাহ করছে তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত এবং তার জোগানও অনিয়মিত। ফলে রাজ্য টিকাকরণে অগ্রণী ভূমিকা নিলেও টিকার ঘাটতির কারণে এই কাজের গতি কমছে৷ চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কলকাতার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত হারে এবং নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী টিকাকরণ প্রক্রিয়া চালানো খুবই গুরুত্বপূর্ণ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে ভ্যাকসিনের সরবরাহ অপর্যাপ্ত এবং অনিয়মিত৷ যার ফলে বাংলায় টিকাকরণ কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়ছে৷ রাজ্যের আরও ২.৭ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে এবং তার জন্য দুটি ডোজ মিলিয়ে ৫.৪ কোটি ভ্যাকসিন প্রয়োজন৷ রাজ্য যাতে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন পায় সেজন্য দ্রুত উদ্যোগী হতে কোটি আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ঘরে ঘরে থাকবে বই, গোটা গ্রামকে গ্রন্থাগার বানানোর লক্ষ্যে সৌম্যদীপ্ত