Sunday, August 24, 2025

অসমে ডি-নোটিস নিয়ে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, ৬ এপ্রিল ভোটের হয়ে যাওয়ার পরেই ১৪ লক্ষ মানুষের হাতে ডি-নোটিস ধরিয়েছে বিজেপি। নদীয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনার গাইঘাটা জনসভা থেকে এদিন তৃণমূল সুপ্রিমো বিজেপিকে তোপ দেগে বলেন, “অসমে ৬ তারিখ ভোট হয়ে যাওয়ার পরেই ৮ তারিখে ১৪ লক্ষ মানুষের হাতে ডি নোটিস ধরিয়েছে বিজেপি। বাংলায় এনআরসি এনপিআর হতে দেব না”

তার মধ্যে বেলাগাম করোনা সংক্রমণের জন্য ফের BJP ও নির্বাচন কমিশনকে দুষলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নদিয়ার (Nodia) তেহট্টের জনসভা থাকে BJP-কে নিশানা করে মমতা বলেন, ‘করোনা নিয়েই হাওড়ার (Howrah) এক BJP প্রার্থী প্রচার করেছেন। দিল্লির নেতারা করোনা আক্রান্তদের নিয়ে প্রচার করছেন। বহিরাগতদের নিয়ে প্রচারে করোনা ছড়াচ্ছেন BJP নেতারা।’ এরপরই পশ্চিমবঙ্গে ভোটের দফা না কমানোয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘দফা কমালে এভাবে করোনা ছড়াত না। তৃণমূল একদফায় ভোট চেয়েছিল। BJP-র কথা শুনে প্রচারের দিন কমিয়েছে কমিশন। কিন্তু, ভোট একদফায় শেষ করল না।’

আরও পড়ুন-বেলাগাম করোনা সংক্রমণের জন্য BJP ও নির্বাচন কমিশনকে দুষলেন মমতা

এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেন , “এমন অবস্থায় তিন দফা ভোটে বদলে এক দফায় নির্বাচন করার কথা আমরা বলেছিলাম। করল না। উলটে প্রচারের সময় কমিয়ে দিল। আগের দফাগুলোয় ৮-১০ দিন টাইম দিয়েছ। এবার ৪ দফার প্রচারের সময় কমিয়ে দিয়েছে। অর্থাৎ ৪ দিন প্রচার নষ্ট করে দিল। এত যদি সময় কেটে নাও তাহলে একসঙ্গে ভোট করতে পার না কেন? কমিশন বিজেপির ইচ্ছে মতো চলবে? বড় ঘটনা ঘটলে তোমাদের উপরে দায়িত্ব বর্তাবে।”

মোদিকে (PM Narendra Modi) আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২ জন প্রার্থী আমাদের মারা গিয়েছে। এসব দেখে শুনেও তুমি কমিশন ৩ দফা একদিনে করতে পারলে না? কারণ নরেন্দ্র মোদির মিটিং ছিল না বলে? কলকাতায় সন্ধের দিকে প্রচার হয়। সেখানেও তুমি টাইম কেটে নিয়েছ। বিজেপি বেলায় যা খুশি তাই করছে, আর আমার বেলায় সময় কেটে নিচ্ছ! একটা সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা তোমার নেই! তিনটে ভোট একসঙ্গে করা যেত।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version