Friday, July 18, 2025

শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। এদিন নিয়ম মেনে সকাল থেকে ভোট দিলেন রাজ্যের একঝাঁক তারকা। জলপাইগুড়িতে এদিন নিজের এলাকায় ভোট দিলেন মিমি চক্রবর্তী। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের ১৫৫ নং বুথে ভোট দেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ।

শনিবার সকাল সকাল তেঘরিয়ায় ভোট দেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি। সেখানে অবশ্য ইতিমধ্যেই চতুর্থ দফায় ভোট হয়ে গিয়েছে। টুইটে আঙুলে ভোটের কালির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পায়েল লেখেন, ‘আমার হয়ে গিয়েছে, এবার আপনাদের পালা’।

দমদম কেন্দ্রের ভোটার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন দমদম বৈদ্যনাথ স্কুলে ভোট দিতে সপরিবারে আসেন তিনি। ভোট দিয়ে তিনি জানিয়ে দেন যে তিনি কাকে ভোট দিয়েছেন।

আরও পড়ুন- ধর্মীয় উস্কানিতে বাজিমাত করার চেষ্টা: নজরুলকে কেন অসম্মান বিজেপির!

পঞ্চম দফায় সপরিবারে বুথে গিয়ে ভোট দিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্য়ায় ও অভিনেত্রী ইশা সাহাও।

দক্ষিণ দমদম পুরসভার বাগুইআটি দক্ষিণপাড়া ২৫৪ নম্বর বুথে ভোট দিলেন অদিতি মুন্সি। রাজারহাট গোপালপুর কেন্দ্রে অদিতির প্রতিপক্ষ অভিজ্ঞ বিজেপির শমীক ভট্টাচার্য। নিজের কেন্দ্রে ভোট দিলেন দুজনেই।

কোভিড বিধি মেনে সস্ত্রীক ভোট দেন রাজ্যের মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসু। কালিন্দী হাউসিং এর খেলার মাঠের পার্শ্ববর্তী বুথে সকাল সকাল ভোট দেন দমদম বিধানসভার তৃণমূল প্রার্থী।

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version