Wednesday, November 5, 2025

খাবার, বাড়ি ফেরার পয়সা পর্যন্ত নেই, সার্কাসে কাজ করা ৫ তরুণীর আত্মহত্যার চেষ্টা

Date:

Share post:

গতবছর করোনার ফলে দীর্ঘ লকডাউনের (Lockdown) জেরে কাজ হারিয়ে পথে বসেছেন বহু মানুষ। পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে পারেননি। অথচ, ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ করছে রাজনৈতিক দলগুলি। ভিন রাজ্য থেকে হেভিওয়েট নেতা-মন্ত্রীরা দামি-বিলাস বহুল উড়োজাহাজে এ প্রান্ত থেকে অপ্রান্তে প্রচার করছেন।

কাজ হারিয়ে এবার আত্মহত্যার চেষ্টা করলেন একসঙ্গে পাঁচ তরুণী। সময় মতো স্থানীয় কিছু মানুষ ও পুলিশ এসে শেষপর্যন্ত রক্ষা করেন তাঁদের। কলকাতার একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার (Suicide) করতে গিয়েছিলেন ৫ তরুণী।

জানা গিয়েছে, ৫ সি স্যান্ডেল স্ট্রিট। আলিমুদ্দিন স্ট্রিটের একেবারে লাগোয়া একটি বহুতল। গতকাল, রবিবার দুপুরে সেই বহুতলেরই সানসেটে উঠে পড়েছিলেন ৫ তরুণী। একে অপরের হাত ধরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন তাঁরা। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়ে যায়।

তড়িঘড়ি বেশ কয়েকজন পৌঁছে বহুতলের উপর থেকে হাত টেনে ধরে ওই তরুণীদের আটকানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় পার্কস্ট্রিট থানায় (Park Street PS)। ঘটনাস্থলকে গিয়ে ৫ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে পুলিশ।

কেন ঘটনা তাঁরা আত্মহত্যার চেষ্টা করছিলে?

জানা গিয়েছে, স্যান্ডেল স্ট্রিটের ওই বহুতলেই থাকেন এই ৫ তরুণী। একটি সার্কাস কোম্পানিতে কাজ করতেন তাঁরা। ওই তরুণীদের দাবি, লকডাউনের পর থেকে হাতে কাজ নেই। যে সার্কাসে কাজ করতেন, তার মালিক এখনও পর্যন্ত বকেয়া পারিশ্রমিকও মেটাতে পারেননি। চরম আর্থিক দুর্দশায় দিন কাটছে তাঁদের। বাড়ি ফিরে যাওয়া তো দূরের কথা, খাবার পর্যন্ত পয়সা নেই। তাই একসঙ্গে একসঙ্গে মিলে আত্মহত্যা করার সিদ্ধান্ত।

সূত্রের খবর, পুলিশ ওই পাঁচ তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। সার্কাসের মালিকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

Advt

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...