Tuesday, November 18, 2025

চিন্তা বাড়াচ্ছ করোনা, একলাফে রাজ্যে সংক্রমণ ৮ হাজারের গণ্ডি ছাড়াল

Date:

রাজ্যে ক্রমেই মহামারীর আকার নিচ্ছে করোনা। রাজ্যে করোনায় নতুন সংক্রমণ প্রায় সাড়ে ৮ হাজারের কাছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন।এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৯৭ জন। এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। যদিও শনিবারের তুলনায় রবিবার মৃত্যুর হার খানিকটা হলেও কম। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৯ হাজার ৬৩৮-এ। একদিনে সক্রিয় রোগী বেড়েছে সাড়ে চার হাজারের কাছাকাছি। এরই মধ্যে চাহিদা বেড়েছে অক্সিজেনের।

জেলার নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে নতুন সংক্রমণ ১ হাজার ৮৬০। দক্ষিণ ২৪ পরগনায় নতুন আক্রান্তের সংখ্যা ৫০১। তারপরে রয়েছে যথাক্রমে হাওড়া(৪৯০), হুগলি (৩৫২), বীরভূম (৪৭১), পশ্চিম বর্ধমান (৩৮৯) ও মালদহে (৩৮৮)।
করোনা পরিস্থিতি নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আর কোনওরকম বড় মাটি মিছিল বা জনসভা করবেন না তিনি। এমনকি রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি রাজ্যের টিকা, ওষুধ ও অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার বিষয়টি নিতে প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখতে বলেছেন।অন্যদিকে বাংলায় প্রচার সভা বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version