Monday, May 5, 2025

জামিন পেতে প্রভাব খাটাচ্ছে বিজেপি’র রাকেশ সিং, গুরুতর অভিযোগ পামেলার বাবার

Date:

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামিন পাওয়ার চেষ্টা করছে মাদক-কাণ্ডে জেলবন্দি বিজেপি (BJP) নেতা রাকেশ সিং৷

গুরুতর এই অভিযোগ জানিয়ে দেশের প্রধান বিচারপতি,(CJI) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (CJHC), কেন্দ্র ও রাজ্যের আইনমন্ত্রী, কলকাতার নগরপাল, (CP)রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ সংশ্লিষ্ট একাধিক পক্ষের কাছে চিঠি দিলেন একই অভিযোগে জেলবন্দি পামেলা গোস্বামীর বাবা কৌশিক গোস্বামী ( Kaushik Goswami)৷

কৌশিকবাবু তাঁর এই আর্জিতে চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছেন, “মাদক- কাণ্ডে ধৃত কুখ্যাত রাকেশ সিংয়ের (Rakesh Singh) পুত্র আদালত চত্বরে প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেছে, ১৯ এপ্রিলের পর তাঁর বাবা জামিন পাবেই৷ কোনও আদালত আর তাঁকে আটকে রাখতে পারবে না৷” এরপরই কৌশিকবাবু লিখেছেন, “আমি শুনেছি রাকেশ সিং মোটা টাকার বিনিময়ে জামিন পেতে চলেছেন৷ রাকেশ জামিনে মুক্তি পেলে তাঁর মেয়ে পামেলা এবং তাঁদের পরিবারের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে”à§·

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) বেআইনি মাদক-সহ গ্রেফতার করে পুলিশ à§· গ্রেফতার হওয়ার পরেই পামেলা অভিযোগ তোলেন, তাঁর দলেরই নেতা রাকেশ সিং ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে৷ গোটা ঘটনাই পরিকল্পনামাফিক ঘটিয়েছে ওই রাকেশ৷ পামেলার বাবা, কৌশিক গোস্বামীর অভিযোগ, “দলে খুবই জনপ্রিয় হয়ে উঠছিলো তাঁর মেয়ে পামেলা৷ এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওঠে রাকেশ সিং à§· সেই ঈর্ষাতেই প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে রাকেশ এবং তাঁর মেয়েকে ফাঁসিয়েছে৷ উল্লেখ্য, পামেলা এবং রাকেশ, দু’জনই এখনও জেলবন্দি৷
এরই মাঝে কৌশিক গোস্বামী আশঙ্কিত হয়েছেন, রাকেশ সিং নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং প্রভূত পরিমান অর্থ খরচ করে ১৯ এপ্রিলের পরই জামিন পেতে চলেছেন৷ সেই আশঙ্কাতেই তিনি চিঠি লিখেছেন সংশ্লিষ্ট সব পক্ষকে৷ জেলবন্দি মেয়ের পিতার করুণ আর্তি, “আপনারা এ বিষয়ে নজর দিন, প্রভাব খাটিয়ে রাকেশ জামিন পেলে, তাঁর মেয়ে এবং গোটা পরিবারের জীবন বিপন্ন হতে পারে”à§·
সূত্রের খবর, গুরুতর অভিযোগসম্বলিত এই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে সব পক্ষ৷ গোস্বামী পরিবার আশাবাদী, তাঁদের আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করবেন আদালত, পুলিশ-সহ আইনিমহল৷

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version