Monday, November 3, 2025

রাজ্যে করোনা মোকাবিলায় তৈরি টাস্কফোর্স, এখনই হচ্ছে না নাইট কার্ফু-লকডাউন: মমতা

Date:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, মালদহে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে মমতা বলেন করোনার (Corona) দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই টাস্কফোর্স (Taskforce) তৈরি করেছে। আতঙ্কের কোনও কারণ নেই।

মমতা জানান,

• ইতিমধ্যেই ১০০০ টি বেড বাড়িয়েছে রাজ্য সরকার

• কয়েক দিনের মধ্যে আরও সাড়ে চার হাজার বেড বাড়ানো হবে

• ২০০ সেফ হোমে ১১০০০ বেড রয়েছে

• বিভিন্ন হোটেলে সেফ হোম তৈরি হয়েছে

• রাজ্যজুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স কোভিড রোগীদের পরিষেবায় ব্যবহার করা হচ্ছে

• রাজ্যে ২ হাজার করোনা রোগীর পরিস্থিতি আশঙ্কাজনক

• বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম-এর ওপর জোর দেওয়া হয়েছে

• সরকারি অফিসগুলিতে ৫০% উপস্থিতি করা হয়েছে

• স্কুলগুলিতে মঙ্গলবার থেকেই গরমের ছুটি দেওয়া হয়েছে

মমতা জানান, আগে যে জায়গাগুলিতে সরকারের তরফ থেকে সেফ হোম (Safe Home) করা হয়েছিল, নির্বাচনের কাজে সেই জায়গাগুলি নিয়েছে কমিশন। ফলে সেফ হোম তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই হোটেল এবং বণিকসভাগুলিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এখনই নাইট কার্ফু করার কোনও পরিকল্পনা নেই। মমতার মাতে এটা কোন সমস্যার সমাধান নয়। এমনকী লকডাউন (Lockdown) করার কথাও ভাবছে না সরকার। তিনি বলেন, এগুলি করে সমস্যার সমাধান হবে না। মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সাংবাদিক বৈঠক থেকে ফের মমতা বলেন, বাকি দফার গুলি একদিনে করার জন্য নির্বাচন কমিশনকে আর্জি জানানো হয়েছে। অন্তত শেষ দুটো দফা যাতে একসঙ্গে করে দেওয়া যায় সেটা দেখা হচ্ছে।

একই সঙ্গে তৃণমূল (Tmc) নেত্রী জানান, কোনও বড় সভা আর কলকাতায় করবেন না তিনি। জেলাতেও খুব স্বল্প সময়ের সভা করবেন।

বিজেপির নাম না করে তৃণমূল নেত্রী বলেন, বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে। রাজ্যে তাঁদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একা এসে মিটিং করে যান। কিন্তু তাঁদের সঙ্গে প্রচুর লোক আসায় করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাচ্ছে। প্রত্যেক রাজ্যবাসীকে করোনা সংক্রমণের বিষয়ে সর্তকতা অবলম্বন করতে বলেন মুখ্যমন্ত্রী।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version