দেশজুড়ে করোনার (coronavirus)সংক্রমণ উত্তরোত্তর বাড়ছেই। আর করোনার নতুন স্ট্রেন (new strain)বেশি ঘায়েল করছে ছোটদের। ইতিমধ্যেই সিবিএসই (cbse class x) দশম শ্রেণির পরীক্ষা বাতিল হয়েছে। এবার আই সি এসই (icse class x) দশমের পরীক্ষাও বাতিল হয়ে গেল। তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা এখনো বাতিল করা হয়নি। বোর্ড সূত্রে জানানো হয়েছে দ্বাদশের পরীক্ষা নেওয়া হবে। অফ লাইনে হবে। তবে পরীক্ষার দিন পিছিয়ে যাচ্ছে। পরবর্তী সূচি ঠিক সময়ে পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে।

আইসিএসই বোর্ডের তরফে ইতিমধ্যেই একাদশ শ্রেণির ক্লাস শুরু করার নির্দেশিকা জারি করা হয়েছে। ক্লাস হবে অনলাইনে। পাশাপাশি স্কুলগুলিকে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।
