Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীকে নয়, করোনা নিয়ে সরাসরি ধনকড়কে চিঠি দিব্যেন্দু’র, ফের জল্পনা

Date:

Share post:

অধিকারী-পরিবারের বাকি রাজনীতিকরা বিজেপিতে যোগ দিলেও এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)৷

অথচ দিব্যেন্দু মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) এড়িয়ে করোনা (CORONA) সংক্রমণ রুখতে সরাসরি রাজ্যপালকে (Jagdeep Dhankar) চিঠি দিলেন ৷ ভোটের আবহে এই ঘটনা নতুন জল্পনা সৃষ্টি করেছে৷

রাজ্যজুড়ে ভোট চলছে। ওদিকে সংক্রমণ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে৷ সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী৷ টুইটবার্তাও দিয়েছেন৷ সেই পরিস্থিতিতে তমলুকের তৃণমূল সাংসদ রাজ্যপালকে লেখা এক চিঠিতে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই ফিরে এসেছে। শিশু-সহ হাজার হাজার প্রাণও কেড়ে নিতে করোনা সক্রিয় হয়েছে। বয়স্কদের জন্য টিকা সরবরাহ করে সংক্রমণ রুখতে যথাসাধ্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে মহাকুম্ভ এবং রমজান উপলক্ষ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি”৷

আরও পড়ুন-বিজেপির অসম মডেলের পর্দাফাঁস ডি-নোটিশে, বাংলাতেও একই ফন্দি?

রাজনৈতিক মহলের বক্তব্য, এই চিঠি সহজেই মুখ্যমন্ত্রীকে লিখতে পারতেন দিব্যেন্দু৷ কিন্তু তা না করে পরিকল্পিতভাবেই তিনি চিঠি দিয়েছেন রাজ্যপালকে৷ ফলে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একজন সাংসদ হিসাবে রাজ্যপালের কাছে এই অনুরোধ তিনি জানাতেই পারেন। কিন্তু এখনও দলে থাকা সত্ত্বেও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকে এড়িয়ে যেভাবে রাজ্যপালকে চিঠি লিখেছেন, তাতে নির্দিষ্টভাবেই বার্তা দিলেন, তিনি আর তৃণমূলের সঙ্গে নেই৷

প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোটের লড়াই শেষ হতেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে চিঠি লিখেছিলেন দিব্যেন্দু।
ওই এলাকার শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেই জেলাশাসককে ওই চিঠি দিয়েছিলেন তিনি৷ আর্জি জানিয়েছিলেন নন্দীগ্রামে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আর এখন সংক্রমণ রুখতে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ না জানিয়ে দিব্যেন্দু রাজ্যপালের কাছে চিঠি দিলেন। কেন নেত্রীকে এড়িয়ে এই কাণ্ড তিনি করেছেন, তার কোনও ব্যাখ্যা এখনও দেননি তিনি।

Advt

spot_img

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

অঙ্গ দান-প্রতিস্থাপনে বিপ্লব আসছে রাজ্যে! হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banarjee)। মঙ্গলবার, ভ্রাম্যমাণ...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...