Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীকে নয়, করোনা নিয়ে সরাসরি ধনকড়কে চিঠি দিব্যেন্দু’র, ফের জল্পনা

Date:

অধিকারী-পরিবারের বাকি রাজনীতিকরা বিজেপিতে যোগ দিলেও এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)৷

অথচ দিব্যেন্দু মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) এড়িয়ে করোনা (CORONA) সংক্রমণ রুখতে সরাসরি রাজ্যপালকে (Jagdeep Dhankar) চিঠি দিলেন ৷ ভোটের আবহে এই ঘটনা নতুন জল্পনা সৃষ্টি করেছে৷

রাজ্যজুড়ে ভোট চলছে। ওদিকে সংক্রমণ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে৷ সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী৷ টুইটবার্তাও দিয়েছেন৷ সেই পরিস্থিতিতে তমলুকের তৃণমূল সাংসদ রাজ্যপালকে লেখা এক চিঠিতে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই ফিরে এসেছে। শিশু-সহ হাজার হাজার প্রাণও কেড়ে নিতে করোনা সক্রিয় হয়েছে। বয়স্কদের জন্য টিকা সরবরাহ করে সংক্রমণ রুখতে যথাসাধ্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে মহাকুম্ভ এবং রমজান উপলক্ষ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি”৷

আরও পড়ুন-বিজেপির অসম মডেলের পর্দাফাঁস ডি-নোটিশে, বাংলাতেও একই ফন্দি?

রাজনৈতিক মহলের বক্তব্য, এই চিঠি সহজেই মুখ্যমন্ত্রীকে লিখতে পারতেন দিব্যেন্দু৷ কিন্তু তা না করে পরিকল্পিতভাবেই তিনি চিঠি দিয়েছেন রাজ্যপালকে৷ ফলে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একজন সাংসদ হিসাবে রাজ্যপালের কাছে এই অনুরোধ তিনি জানাতেই পারেন। কিন্তু এখনও দলে থাকা সত্ত্বেও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকে এড়িয়ে যেভাবে রাজ্যপালকে চিঠি লিখেছেন, তাতে নির্দিষ্টভাবেই বার্তা দিলেন, তিনি আর তৃণমূলের সঙ্গে নেই৷

প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোটের লড়াই শেষ হতেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে চিঠি লিখেছিলেন দিব্যেন্দু।
ওই এলাকার শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেই জেলাশাসককে ওই চিঠি দিয়েছিলেন তিনি৷ আর্জি জানিয়েছিলেন নন্দীগ্রামে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আর এখন সংক্রমণ রুখতে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ না জানিয়ে দিব্যেন্দু রাজ্যপালের কাছে চিঠি দিলেন। কেন নেত্রীকে এড়িয়ে এই কাণ্ড তিনি করেছেন, তার কোনও ব্যাখ্যা এখনও দেননি তিনি।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version