Monday, November 10, 2025

পিছোচ্ছে না ২০২১ এর মাধ্যমিক, পরীক্ষা শুরু হবে আগামী ১জুন থেকেই

Date:

করোনার ধাক্কায় সিবিএসই(cbse) আইসিএসই(icse) দশমের পরীক্ষা বাতিল হলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা  (madhyamik । শেষ মুহূর্তে বিশেষ বড় কোন রদবদল না হলে আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(West Bengal madhyaShiksha Parshad) এর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিল বলে জানা গিয়েছে। করোনার সুরক্ষা বিধি মেনেই (covid safety will be maintained properly)পরীক্ষার আয়োজন করা হচ্ছে৷ তার জন্য এই বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হচ্ছে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হবে বা পিছিয়ে যাবে বলে কোনও নির্দেশিকা স্কুল শিক্ষা দফতর বা রাজ্য প্রশাসনের থেকে আসেনি। সুতরাং আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়া নিয়ে এখনো অব্দি কোন অনিশ্চয়তা নেই । জানা গিয়েছে ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার এবার মাধ্যমিক দেবে। তাই এখন থেকেই পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি শুরু করতে চলেছে পর্ষদ।

পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেএবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৪২০০ করা হচ্ছে৷ পরীক্ষার্থীদের দূরত্ব রেখে বসানোর ব্যবস্থা করা হবে৷ আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দু’ প্রান্তে দু’ জন বসে পরীক্ষা দেবে৷ আর ৬ ফুটের বেঞ্চ হলে মাত্র একজন পরীক্ষার্থীকে বসবে। সব পরীক্ষা কেন্দ্রেই ২০০ থেকে ২৫০ জন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হবে৷ শিক্ষক শিক্ষিকারা সারাক্ষণ মাস্ক এবং গ্লাভস করে থাকবেন। পরীক্ষার্থীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version