Tuesday, May 13, 2025

জমায়েতে রাশ টেনে বঙ্গভোটে পূর্ব নির্ধারিত সব সভাই করবেন মোদি-শাহরা

Date:

করোনা (Corona) আবহে প্রবল সমালোচনার মুখে ভোটবঙ্গে (West Bengal Assembly Election) এবার জমায়েত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এক প্রেস বিবৃতি দিয়ে জানান, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ কেন্দ্রীয় নেতারা ছোট ছোট জনসভা (Small Rally) করবেন। একই সঙ্গে “আপনা বুথ কোভিডমুক্ত” কর্মসূচি নেওয়া হবে।

প্রেস বিবৃতিতে বিজেপি জানিয়েছে, “পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। সেখানে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। তাই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় নেতারা ছোট সভা করবেন। যেখানে করোনা বিধি মেনে ৫০০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। এবং এখন থেকে রাজ্যজুড়ে ৬ কোটি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।”

বিজেপির এমন সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের বক্তব্য, অবশেষে মোদি-অমিত শাহদের ঘুম ভেঙেছে। তবে বিজেপির সভায় এমনিতেই লোক হচ্ছে না, সেক্ষেত্রে লোক কমানোর কথা বলে লোক হাসাচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ভোট প্রচারের জন্য বাংলায় ডেইলি পেসেঞ্জারি না করে, করোনা থেকে দেশকে মুক্তি দেওয়ার উপায় খুঁজুন তাঁরা।

উল্লেখ্য, দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। ব্যতিক্রম নয় বাংলাও। আক্রান্ত্রের সংখ্যার রেকর্ড প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে। ঘটছে মৃত্যু। সেই কারণেই কোভিড পরিস্থিতিতে বাংলায় আর সভা না করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বামেরাও বড় জমায়েত করবে না বলে আগেই জানিয়েছে। কলকাতায় বড় সভা না করার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিস্থিতি বিচার করে এবার সেই পথে হাঁটল বিজেপিও (BJP)। বাংলায় প্রধানমন্ত্রীর (PM Modi) আরও ৪টি সভা করার কথা। অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডারও (JP Nadda) একাধিক কর্মসূচি রয়েছে। ওই সভাগুলি বাতিল করা হচ্ছে না। বরং স্যানিটাইজার, মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহল বলছে, দেরি তে হলেও বোধোদয় হয়েছে গেরুয়া শিবিরের। তবে কর্মসূচি বাতিল করলে, সেটা আরও বেশি ফলপ্রসূ

Related articles

ঝড়-বৃষ্টির দাপট! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শ্রমিক

বাঁকুড়ায় কাজ করতে গিয়ে ঝড়ের জেরে মৃত্যু হল ২ শ্রমিক। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে...

পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম: প্রতীমকে হারিয়ে আক্ষেপ দিলীপ ঘোষের

রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পর তাঁর পুত্র প্রতীমকেও আপন করে নেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

১ জুন থেকে ট্রাফিক লঙ্ঘনে বন্ধ কাগজের চালান! বাধ্যতামূলক হচ্ছে ‘সংযোগ’ পোর্টাল

আগামী ১ জুন থেকে রাজ্যজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর হাতে লেখা কাগজের চালান কাটা হবে না। রাজ্য...

বুধ-বৃহস্পতিবারের মধ্যেই নাইট শিবিরে যোগ রাসেল সহ বাকি বিদেশিদের

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল(IPL)। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আইপিএলের(IPL) পরিবর্তিত সূচী ঘোষণা...
Exit mobile version