Tuesday, May 13, 2025

কেন্দ্রের শাসকদের বেছে নিলে বড় মূল্য চোকাতে হবে বাংলাকে’, জানালেন অমর্ত্য সেন

Date:

“বাংলার শাসনভার যদি কেন্দ্রীয় শাসকদের হাতে যায়,তাহলে নিশ্চিতভাবেই বিপাকে পড়বে রাজ্য”à§· সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে একদম স্পষ্টভাবেই এ কথা জানিয়েছেন অমর্ত্য সেন (Amartya Sen)৷  নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেছেন, ” কেন্দ্রের শাসকরা বাংলায় ক্ষমতায় এলে এমন লোকজনের হাতে ক্ষমতা কুক্ষিগত হবে, যাদের সংখ্যালঘুদের অধিকার কতখানি, সে বিষয়ে জ্ঞান সীমিত, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়ের নীতি ত্রুটিযুক্ত৷” অমর্ত্য সেনের সতর্কবার্তা, “জাতীয় অবক্ষয় চলছে, বাংলা যেন তার অংশ হয়ে না ওঠে”à§·

এই সাক্ষাতকারে আরও একধাপ এগিয়ে বিশ্ববন্দিত অর্থনীতিবিদ বলেছেন, “দরিদ্র তথা সংখ্যালঘুদের অবমাননা, আর্থিক অবক্ষয় থেকে শুরু করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিজেপির শাসন কখনওই দেশের জন্য মঙ্গলজনক হয়নি”à§·

 

প্রসঙ্গত, কয়েকদিন আগে এক ইংরাজি দৈনিকের সঙ্গে কথা বলার সময়ে অমর্ত্য সেন বলেছিলেন, “বাংলার শিকড়েই ধর্মনিরপেক্ষতা আছে৷ বাংলা এই শিকড়ের প্রতি দায়বদ্ধ৷ ওদিকে এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপি ধর্মীয় মেরুকরণের মরিয়া চেষ্টা চালাচ্ছে৷” অমর্ত্য সেন বলেছেন, ” স্থানীয় নেতাদের পরিবর্তে কেন্দ্রীয় শাসকদের হাতে রাজ্যের ভার তুলে দেওয়া হলে, বাংলায় ঘনিয়ে আসবে দুর্যোগ”à§·

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) প্রশংসাও করেছেন তিনি৷ বলেছেন, “উনি যেভাবে একাধিক জনমুখী প্রকল্প, বিশেষত নারী উন্নয়ন প্রকল্প চালু করেছেন, তা প্রশংসাযোগ্য৷

 

নোবেলজয়ী অধ্যাপকের দাবি, “আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় সত্তার নোংরা রাজনীতির সাক্ষী ভোটের বাংলা৷ এই পলিটিক্সকে ব্যবহার করছে হিন্দুত্বের তথাকথিত ধারক-বাহকরা৷ রবীন্দ্রনাথ, নেতাজির বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় শাসকরা৷ এদের হাতে বাংলা গেলে ভুগতেই হবে”à§·

স্পষ্টভাবেই বঙ্গ- রাজনীতির বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করে অর্থনীতিবিদ এই সাক্ষাতকারে বলেছেন, “সাম্প্রদায়িক বিভাজনকে এই মুহুর্তে যে ভাবে উস্কানি দেওয়া হচ্ছে, ১৯৪৬-এর পর এমন বিপজ্জনক প্রচেষ্টা বাংলা দেখেনি৷ সেই সময়ে মহাত্মা গান্ধী যে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলেছিলেন, তা বিনষ্ট করার সব ধরনের চেষ্টা এই ভোটে চলছে৷ আর সেই অশুভ চেষ্টা সফল হলে বাংলাকে বড় মূল্য চোকাতে হবে à§·”

 

Related articles

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে।...

ব্রাজিলের গুস্তাভো হেনরিককে আনার পথে ইস্টবেঙ্গল

নতুন মরসুমে দল গঠনে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিককে(Gustavo Henrique) নেওয়ার পথে ইস্টবেঙ্গল।...

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের রহস্যমৃত্যু!

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের (Pritam)...
Exit mobile version