Friday, August 22, 2025

কেন্দ্র ১৫০ হলে রাজ্য ৪০০ কেন? টিকার দামে বৈষম্যের বিরোধিতায় সরব কুণাল

Date:

”এতদিন করোনা টিকা বিনামূল্যে ছিল আজ তা টাকা দিয়ে কিনতে হবে। কেন্দ্র করোনা টিকা(coronavirus vaccine) কিনবে ১৫০ টাকায়, রাজ্যকে সেই টিকা কিনতে হবে ৪০০ টাকায় বেসরকারি হাসপাতালগুলোতে ৬০০ টাকায়। এর সঙ্গে আবার যুক্ত হবে সার্ভিস চার্জ। কেন এই বৈষম্য? কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনবে রাজ্যকেও সেই দামে দিতে হবে।” বুধবার দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের(Rasbihari assembly seat) জনসভা থেকে মোদি সরকারের টিকা নীতির বিরুদ্ধে সরব হয়ে উঠলেন প্রাক্তন সাংসদ ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। করোনায় ইস্যুতে মোদি সরকারের(Modi government) গাছাড়া মনোভাবের বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে।

বুধবার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের(Debashish Kumar) সমর্থনে জনসভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেখানেই করোনা সামলাতে মোদির গাছাড়া মনোভাবের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “এক বছর সময় পেল কিন্তু করোনা সামলানোর জন্য পরিকাঠামো গড়ার সময় হল না কেন্দ্রীয় সরকারের। বাংলা করোনামুক্ত হয়ে গিয়েছিল প্রশাসন ও রাজ্যের মানুষের চেষ্টায়। এই ৮ দফা নির্বাচন ও বহিরাগতদের ভিড় রাজ্যটাকে গণমৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। যেমনটা উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে হয়েছে। মৃত্যু ঢাকতে শ্মশানের বাইরে পর্দা টাঙানো হচ্ছে। নির্লজ্জ বেহায়া নির্বাচন কমিশন নরেন্দ্র মোদির ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানিতে পরিণত হয়েছে।”

পাশাপাশি দেশকে করোনায় গণমৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য সরাসরি নরেন্দ্র মোদিকে দায়ী করে কুণাল ঘোষ বলেন, “সুস্থভাবে বাঁচার জন্য এই করোনা রোগ এবং বিজেপি দুটোকেই দূর করতে হবে।”

আরও পড়ুন:মোদির দূরদর্শিতার অভাব রয়েছে, করোনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ পিকের

এছাড়াও ভয়াবহ এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মানবিক প্রয়াসের নজির তুলে ধরে কুণাল ঘোষ বলেন, ”কেন্দ্র পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রাজ্যকে পাঠাচ্ছে না তারপরও এক কোটি টিকাকরণ হয়েছে। আরও এক কোটি টিকার জন্য আবেদন করা হয়েছে। ৫ মে থেকে রাজ্যে শুরু হবে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়া। টিকাকরণের জন্য ১০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে সরকারের তরফে। লকডাউনের সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।” উল্লেখ্য, রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের এই জনসভায় কুণাল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, তৃণমূল নেতা পার্থ চন্দ সহ আরো অনেকে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version