Monday, November 10, 2025

ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। এবার শ্বাসকষ্টের সমস্যা (Breathing Problem) নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল প্রার্থী। বর্তমানে এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে মদনবাবুর। হাসপাতাল সূত্রে খবর, টেস্ট করার পর কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সকালেই এসএসকেএমে ভর্তি হয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। এইটআরসিটি-তে (High-resolution computed tomography) কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে তাঁর। ৮ লিটার অক্সিজেন স্যাচুরেশন রয়েছে। তবে অক্সিজেনদায়ী ব্যবস্থা ছাড়া স্যাচুরেশন ৮০-তে নেমে আসেছ। মদন মিত্রকে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে।

প্রসঙ্গত, গত শনিবার পঞ্চম দফায় কামারহাটিতে ভোট চলাকালীনই বিকেলের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। সেদিনও শ্বাসকষ্ট অনুভব করেছিলেন তিনি। রাজ্যের প্ৰাক্তন মন্ত্রীকে অক্সিজেন পর্যন্ত দিতে হয়েছিল। পরে চিকিৎসক এসে তাঁর ইসিজি (ECG) করেন। সেখানে অবশ্য বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকের পরামর্শ ছিল, তাঁকে বিশ্রাম নেওয়ার। কিছুটা সুস্থতা অনুভব করার পর ওইদিন রথতলার দলীয় কার্যালয় থেকে তিনি বাড়ি যান।

এরপর থেকে গত চার দিন আর তেমনভাবে মদন মিত্রকে দলীয় প্রচারে দেখা যায়নি। গতকাল, সন্ধ্যায় ভবানীপুরে দলীয় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি সভায় মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল। তবে বক্তৃতা দেননি মদন মিত্র।

আজ, বুধবার ফের শ্বাসকষ্ট অনুভব করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার SSKM থেকে বেসিরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন- প্রতি ডোজ ভ্যাকসিনে মোদি সরকারের কাটমানি!

Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...
Exit mobile version