Thursday, August 28, 2025

টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! জানাল সেরাম

Date:

টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! সেরাম ইনস্টিটিউট জানালো, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। অর্থাৎ কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করে রাজ্যগুলিকে কোভিড টিকা কিনতে হবে সেরামের কাছ থেকে।

প্রথম দফায় স্রেফ স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধারা টিকা পেয়েছিলেন। এরপর ৬০ বছরের ঊর্ধ্ব প্রবীণ ও ৪৫-এর ঊর্ধ্ব কো-মর্বিডিটি যুক্তদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছিল। এরপর ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্ব প্রত্যেকের জন্য ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর সোমবার কেন্দ্রীয় সরকার জানায়, ১৮ বছর বয়স হলেই পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন। যা শুরু হচ্ছে পয়লা মে থেকে। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তারা প্রত্যেকটি রাজ্যকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। তবে কেন্দ্রকে আগের নির্ধারিত মূল্যে অর্থাৎ ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়। সেরামের দাবি, বিদেশের চেয়ে অনেক কম দামেই ভ্যাকসিন দিচ্ছে তারা। তারা জানিয়েছে, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে সাতশো থেকে দেড় হাজার টাকা। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী, ভ্যাকসিনের অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত করে রেখে বাকি অর্ধেক রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে ভাগ করে দিতে হবে।

আরও পড়ুন-দৈনিক মৃত্যুর নিরিখে ভারতে নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার

ইতিমধ্যেই বহু রাজ্য থেকে ভ্যাকসিনের ঘাটতির কথা জানা যাচ্ছে। তার মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হলে দৈনিক প্রায় ১২ লক্ষ অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে, সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে সাড়ে ৪ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হবে। সেরাম কর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভ্যাকসিন উৎপাদনে গতি বাড়াবে তাঁর সংস্থা। মে মাসের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত কোভিশিল্ড ডোজ বাজারে চলে আসবে বলে দাবি করেছেন তিনি।

দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রতি ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। দেশে এই প্রথম ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার। একদিনে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জন। দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৯০ হাজার ১৯৭ জন। এ নিয়ে দেশে মোট কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩১০।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version