উত্তরে ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি

বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া সূত্রে খবর, আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মধ্যবঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তিতে রাখবে মধ্যবঙ্গের বাসিন্দাদের।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কমপক্ষে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা জেলার একাংশে। একই সঙ্গে মুর্শিদাবাদের উত্তর অংশেও ঝড়-বৃষ্টি ও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বীরভূম জেলাতেও। ফলে চরম গরমের হাত থেকে রেহাই পেতে চলেছেন বঙ্গবাসীরা, এমনটাই মনে করা হচ্ছে।

পাশাপাশি বৃহস্পতিবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাষ দিয়েছে হাওয়া অফিস। উত্তরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়! আক্রান্ত ১০ হাজার ৭৮৪, মৃত্যু ৫৮ জনের

Previous articleগত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়! আক্রান্ত ১০ হাজার ৭৮৪, মৃত্যু ৫৮ জনের
Next articleপ্রতি ডোজ ভ্যাকসিনে মোদি সরকারের কাটমানি!