Saturday, August 23, 2025

সীতারাম ইয়েচুরির পুত্রের মৃত্যুতে শোকবার্তা মোদি ও মমতার

Date:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরির(Ashis yechury)। পুত্রের মৃত্যু সংবাদ জানিয়ে এদিন টুইট করেন শোকে পাথর বাবা সীতারাম। এই ঘটনার পর শোক বার্তা জানানোর পাশাপাশি সীতারাম ইয়েচুরির পাশে থাকার আশ্বাস দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি টুইট করে শোক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)।

বৃহস্পতিবার সকালে সীতারাম পুত্র আশিস ইয়েচুরির মৃত্যুর পর টুইটে শোক বার্তা জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘শ্রী সীতারাম ইয়েচুরি জির পুত্র আশিসের দুঃখজনক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

পাশাপাশি সীতারাম পুত্রের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘সীতারাম ইয়েচুরিজির পুত্র আশিসের অকাল মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’ এই দুই শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এদিন টুইট করে সমবেদনা জানিয়েছেন সীতারাম ইয়েচুরির বহু শুভানুধ্যায়ী।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরি। আজ সকালে মৃত্যু হয় তাঁর। পুত্রের মৃত্যুসংবাদ জানিয়ে বাবা সীতারাম বলেন, যে চিকিৎসক, নার্স ও শুভানুধ্যায়ীরা এই কঠিন সময়ে পাশে ছিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version