Friday, November 7, 2025

সীতারাম ইয়েচুরির পুত্রের মৃত্যুতে শোকবার্তা মোদি ও মমতার

Date:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরির(Ashis yechury)। পুত্রের মৃত্যু সংবাদ জানিয়ে এদিন টুইট করেন শোকে পাথর বাবা সীতারাম। এই ঘটনার পর শোক বার্তা জানানোর পাশাপাশি সীতারাম ইয়েচুরির পাশে থাকার আশ্বাস দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি টুইট করে শোক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)।

বৃহস্পতিবার সকালে সীতারাম পুত্র আশিস ইয়েচুরির মৃত্যুর পর টুইটে শোক বার্তা জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘শ্রী সীতারাম ইয়েচুরি জির পুত্র আশিসের দুঃখজনক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

পাশাপাশি সীতারাম পুত্রের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘সীতারাম ইয়েচুরিজির পুত্র আশিসের অকাল মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’ এই দুই শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এদিন টুইট করে সমবেদনা জানিয়েছেন সীতারাম ইয়েচুরির বহু শুভানুধ্যায়ী।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরি। আজ সকালে মৃত্যু হয় তাঁর। পুত্রের মৃত্যুসংবাদ জানিয়ে বাবা সীতারাম বলেন, যে চিকিৎসক, নার্স ও শুভানুধ্যায়ীরা এই কঠিন সময়ে পাশে ছিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version