স্থানীয়দের দাবি, চোপড়ার খুনিয়া গ্রামে মাঝরাত থেকেই কার্যত অশান্তি শুরু হয়। একদল দুষ্কৃতী এলাকায় ব্যপক চিৎকার করোতে থাকে। এমনকী বাইক নিয়ে এসে চোপড়ার বিভিন্ন গ্রামে টহল দেয় তারা। তাই ঘরবন্দী থাকতে হয় এলাকাবাসীদের। এমনকি বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠে। যদিও গুলির ব্যাপারে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি। গ্রামে বেশ কয়েকটি গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে কে বা কারা মধ্যরাতে এহেন কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।