Monday, August 25, 2025

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep talk) এই সাফল্য, দাবি দলের সচিব মানস ভট্টাচার্যের (Manas Bhattacharya)। লোকচক্ষুর আড়ালে দলের ছেলেদের যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাই ঘুরে দাঁড়ানোর রসদ যুগিয়েছে, ফাঁস করলেন সচিব।

বুধবার হারের শক যখন কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল, তখন ডিএইচএফসি শুরু করে দিয়েছে ফাইনালের অঙ্ক কষা। কারণ আত্মবিশ্বাস তাঁদের তখন তুঙ্গে। তার পিছনে যাঁর পেপটক কার্যকরী ভূমিকা নিয়েছে তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানালেন ডিএইচএফসি (DHFC) সচিব মানস ভট্টাচার্য। ম্যাচ শেষে তিনি জানান, ডায়মন্ড হারবার যখন পাঁচ গোলে হেরেছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন খেলোয়ারদের একটি ডিনারে ডাকুন। আমাদের কর্মকর্তা আর খেলোয়াড়রাই ছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল পেপটক দিয়েছিলেন।

কী বলেছিলেন অভিষেক? মানস জানালেন, তিনি একটা কথাই বলেছিলেন খেলাতে হারজিত আছে। তোমরা হারতেই পারো, বড় ব্যবধানেও হারতে পারো। ভারতবর্ষের যত প্রতিষ্ঠিত দল আছে তারা বড় ব্যবধানে অনেকবারই হেরেছে। তোমরা না হয় একবার হারলে। তোমরা সবে নতুন এসেছ। কিন্তু মনোবল হারাবে না। তোমরা যদি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারো তোমরা জয় পাবেই পাবে।

মানস ভট্টাচার্যের দাবি, সেই ফলশ্রুতিই আমরা (DHFC) জামশেদপুরে গিয়ে হারিয়েছি ওদের দুই গোলে। তিনি আরও বলেন, উনি (Abhishek Banerjee) যে কথাগুলো আমার ক্লাবকে, খেলোয়াড়দের বলেছিলেন সেটা আমাদের দারুন কাজে লাগলো। সেদিন আমরা ঘরোয়া বৈঠক করেছিলাম। সেখানে আমি, ভিকুনা এবং ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন মাননীয় সাংসদ যিনি এই ক্লাবকে তৈরি করেছেন।

আরও পড়ুন: আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

বাস্তবিকই ইতিহাস তৈরির পথে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আর তাতে খুশি হবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যাশা ক্লাব সচিবের। তিনি জানান, আমার মনে হয় আজকের দিনে সব থেকে বেশি খুশি হবেন তিনি, কারণ তাঁর তৈরি এই ক্লাব একটা নতুন ইতিহাস তৈরি করল। যেটা ভারতবর্ষের কোনও ক্লাব তৈরি করতে পারেনি তিন বছরের মধ্যে।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version