সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম ধাপে পা ফেলেছে মোদি সরকার। আর মোদির গোটা মন্ত্রিসভা সেই পদক্ষেপের সাফাই দিতে মাঠে নেমেছে। আদতে দুর্নীতি বন্ধ করতে বিজেপি ২০১৪ সাল থেকে কোন ভূমিকা নিয়েছে, সেই তথ্য তুলে ধরল বাংলার শাসক দল তৃণমূল। মনে করিয়ে দেওয়া হল বিজেপির ওয়াশিং মেশিনের (washing machine) কথা।
লোকসভায় ৩০ তম সংবিধান সংশোধন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন জনগণের আক্রোশ দেখেই তিনি এই বিল পেশে উৎসাহিত হয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আরও একধাপ এগিয়ে দাবী করেন, ২০১৪ সাল থেকেই যে পথে নরেন্দ্র মোদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, তাকে একধাপ এগিয়ে দিয়েছেন অমিত শাহ।
পাল্টা তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale) দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী বাস্তবেই দুর্নীতির বিরোধিতায় অনেক পদক্ষেপ নিয়েছেন দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপির ওয়াশিং মেশিনে (washing machine) ফেলে এবং তাদের নিজের দলে যোগদান করিয়ে। আজ মোদি-শাহের বিজেপি অন্য দল থেকে আসা নেতাদের দ্বারা ভর্তি যাঁদের বিরুদ্ধে সিবিআই-ইডির (CBI-ED) মামলা ছিল এবং বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁরা দেখলেন সেই সব মামলা উঠে গিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক
অর্থমন্ত্রীর নির্মলা সীতারমনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা মনে করিয়ে সাকেতের দাবি, সব থেকে হাস্যকর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন খুব ভালো করেই জানেন এই দুর্নীতির বিষয়গুলি। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁরই মন্ত্রকের অধীনে। গত ১০ বছরে ইডি ৫৮৯২ টি মামলা দায়ের করেছে এবং ৮টিতে মাত্র সাজা ঘোষণা হয়েছে যা ০.০১ শতাংশের কম। একমাত্র যা চমকে দেয় তা হল আপনার ভণ্ডামি।
HILARIOUS!
Indeed, PM Modi has “taken several steps to fight corruption” like putting corrupt leaders into the BJP’s washing machine & taking them into his party. Today, Modi-Shah’s BJP is filled with leaders from other parties with CBI-ED cases who joined them & saw the cases… pic.twitter.com/sPu9cosy2x
— Saket Gokhale MP (@SaketGokhale) August 21, 2025
–
–
–
–