করোনা রোগীদের জন্য অক্সিজেন প্ল্যান্ট তৈরি করবে রামমন্দির কমিটি

করোনা রোগীদের (for corona patient) জন্য অক্সিজেন প্ল্যান্ট (oxygen plant will be build up) তৈরি করবে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট (Shri Ram Janmbhoomi Teerth Kshetra) । ওই ট্রাস্টের তরফে জানানো হয়েছে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ভক্তদের কাছ থেকে যে অর্থ সংগ্রহ হয়েছে তার সিংহ ভাগ দিয়ে এই অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে। জানা গিয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে এই প্ল্যান্ট। দেশজুড়ে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে চিকিৎসা সংকটের সমস্যা। হাসপাতালগুলিতে বেড নেই। ওষুধ নেই। এমনকী অক্সিজেনও নেই। অক্সিজেন চাহিদা প্রচুর। কিন্তু যোগান নেই। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। ট্রাস্টের হিসাবরক্ষক অনিল মিশ্র জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমনের জেরে গোটা দেশ বিধ্বস্ত এবং বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ট্রাস্টের তরফে ৫৫ লক্ষ টাকা খরচ করে দু’টি অক্সিজেন প্ল্যান্ট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অযোধ্যার দশরথ মেডিক্যাল কলেজে ওই প্ল্যান্টগুলি লাগানো হবে।’

গত ১৫ জানুয়ারি থেকে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্য হিন্দুত্ববাদী অন্য সংগঠনগুলি রাম মন্দির তৈরির জন্য অনুদান সংগ্রহ করতে শুরু করেছিল। জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো অনুদান জমা পড়েছে । সেই অনুদানেরই একটি অংশ ব্যয় হবে প্ল্যান্ট তৈরির করতে।

Advt

 

Previous articleলা-লিগায় দুরন্ত জয় পেল বার্সেলোনা
Next articleকরোনা বিধি অবিলম্বে কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ হাইকোর্টের