Thursday, November 13, 2025

সুকিয়া স্ট্রিটের চায়ের দোকানে হঠাৎ কুণাল- সুজাতা, চলে এলেন প্রার্থী বিবেক গুপ্তাও

Date:

উত্তর কলকাতা মানেই একটা নস্টালজিয়া। বিশেষ করে দিনভর কাজ সেরে চায়ের দোকানে আড্ডার লোভ কেউ সামলাতে পেতেন না। আর চা-এর দোকান মানেই রাজনীতির গপ্পো।

একুশের হাইভোল্টেজ নির্বাচনে কার্যত ম্যারাথন ৮ দফায় ভোট গ্রহণ চলছে। যা স্বাধীন ভারতে শুধু নজিরবিহীন নয়, ইতিহাসও বটে! এর মধ্যেই আবার শুরু হয়েছে করোনার চোখ রাঙানি।

কিন্তু চা-এর আড্ডা বলে কথা, কোনও বাঙালি সেই লোভ সামলাতে পারেন। খুব সাভাবিক ভাবে চা-এর আড্ডা থেকে নিজেদের সরাতে পারলেন না রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ তথা শাসক দলের জনপ্রিয় মুখপাত্র কুণাল ঘোষ। মানিকতলা কেন্দ্রে দলীয় প্রার্থী সাধন পাণ্ডের প্রচার শেষে সটান চলে এলেন নিজের পাড়া সুকিয়া স্ট্রিটের বিখ্যাত রবিদার চা-এর দোকানে। সঙ্গে আরামবাগের দাপুটে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এখানেই শেষ নয়, কুণাল-সুজাটার চা-এর দোকানে আসার খবর পেয়ে প্রচার শেষে সেখানে হাজির জোড়াসাঁকো কেন্দ্রের ঘাসফুল প্রার্থী বিবেক গুপ্তা।

আরও পড়ুন- করোনায় গোটা দেশকে ডুবিয়ে এখন নির্লজ্জের মতো ভোট চাইছে বিজেপি : কুণাল

কাকতলীয় হলেও এই তিনজনের এক জায়গায় উপস্থিতির খবর পেয়ে সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় উৎসাহী জনতা। প্রিয় নেতা-নেত্রীদের দেখতে ছুটে আসেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরাও। সব মিলিয়ে সন্ধ্যার সুকিয়া স্ট্রিট জমজমাট চা-এর আড্ডা।

এরইমধ্যে সেখানে হাজির হয়ে যায় সংবাদমাধ্যমের কিছু প্রতিনিধি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তাঁরা প্রশ্ন করেন, ২৪ ঘন্টা আগে বিজেপির দলবদলু নেতা শুভেন্দু অধিকারী এই জায়গা থেকেই রোড-শো শুরু করেছিলেন, সেটাকে কাউন্টার করতেই কি আসা কুণালের? মুচকি হেসে তৃণমূল মুখপাত্র জানান, একেবারেই তা নয়। সারাদিনের প্রচারের পর একটু গরম চা-এ চুমুক দিতেই এখানে আসা। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আর যেখানে শুভেন্দুর রোড-শো, সে তো সুপার ফ্লপ! তার আবার কাউন্টার কী?

এখানেই শেষ নয়, এদিন সুর চড়িয়ে কুণাল বলেন, করোনার জন্য গোটা দেশ যখন আতঙ্কিত, তখন মানুষকে বাঁচানোর নূন্যতম প্রয়াস দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রী মোদির মধ্যে। ভ্যাকসিনের মূল্য বৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।

 

আরও পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বঙ্গবাসী, মৃত্যু ও সংক্রমণে রেকর্ড মারণ ভাইরাসের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version