Monday, August 25, 2025

মে মাসের মাঝামাঝি সর্বোচ্চ সংক্রমণ, অগাস্ট পর্যন্ত মৃত্যুমিছিল! করোনাবার্তা বিজ্ঞানীদের

Date:

মে মাসের মাঝামাঝি করোনা (corona) সংক্রমণ সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আইআইটির বিজ্ঞানীরা গাণিতিক মডেল ব্যবহার করে এই সতর্কবার্তা দিয়েছেন। একইসঙ্গে, ১ অগাস্টের মধ্যে মৃত্যুসংখ্যা নজিরবিহীন হতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্রুত টিকাকরণ, কঠোরভাবে মাস্ক ব্যবহার ও সমস্ত কোভিডবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। COVID-19 projections নামে যে সমীক্ষা চালানো হয়েছে, তাতে অংশগ্রহণ করেছে ওয়াশিংটনের Institute for Health Metrics and Evaluation (IHME)। একই বিষয়ে সমীক্ষা চালিয়েছেন কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT) ও হায়দরাবাদের আইআইটির (IIT) একদল গবেষক বিজ্ঞানী।

আইআইটির গবেষকরা গাণিতিক মডেল ব্যবহার করে জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি সময়ে (১০ থেকে ১৫ মে’র মধ্যে) চরম শিখরে উঠবে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। গবেষকরা জানাচ্ছেন, মে মাসে সক্রিয় রোগীর সংখ্যা ১১ থেকে ১৫ তারিখের মধ্যে ৩৩ থেকে ৩৫ লাখ ছুঁয়ে যাবে। এটাই হবে সর্বোচ্চ। অন্যদিকে সমীক্ষায় বলা হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের হার ৭১ শতাংশ বেশি। মৃত্যু হার বেড়েছে ৫৫ শতাংশ। এর পাশাপাশি বিশেষজ্ঞদের আশঙ্কা, ১০ মে নাগাদ দৈনিক মৃত্যুসংখ্যা হয়ে যেতে পারে ৫,৬০০। ১২ এপ্রিল থেকে ১ অগাস্ট পর্যন্ত দেশের মোট মৃত্যুসংখ্যা হবে ৩,২৯,০০০। অনুমান করা হচ্ছে,q এই হার চলতে থাকলে মৃত্যুসংখ্যা জুলাইয়ের শেষে গিয়ে মোট হবে ৬ লক্ষ ৬৫ হাজার। আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও তেলেঙ্গানায় করোনা সংক্রমণ সর্বোচ্চ শিখর ছোঁবে বলে অনুমান বিশেষজ্ঞদে

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version